Tuesday , 15 June 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধঃ গতকাল ১৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঠাকুরগাঁও’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪,সাব-কম্পোনেন্ট ২.৫), প্রাথমিক পর্যায়ের ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের পাঠদান কর্মসূচি বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক ঠাকুরগাঁও আলী নেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সূধীজন এবং ইএসডিও সিনিয়র কো-অর্ডিনেটর সন্তোষ কুমার তিগ্গা, কো-অর্ডিনেটর মাহবুব আলম, এ কর্মসূচির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার জিবরীল ইডেন উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও