Wednesday , 23 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও চাঁদায় রাস্তা সংস্কার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার। তিন কিলোমিটার রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করে। ওই রাস্তা দিয়ে কৃষকেরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ঘুরেও ফল পাননি গ্রামবাসীরা। অবশেষ তাঁরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন।সরজমিনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মানকিরা গ্রামে গিয়ে দেখা যায়, সেখানকার বাসিন্দারা রবিবার থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও তিন-চার দিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।ইউনিয়নের মানকিরা বটগাছ থেকে মুড়িয়ালা পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা। ১০-১৫ জন তরুণ বৃদ্ধ মিলে রাস্তা সংস্কারের কাজ করছেন। কেউ রাস্তার কাদা টেনে সেখানে ইটের টুকরা ফেলছেন। অনেকে সেই ইটের টুকরা গুলো হাতুড়ির আঘাতে ভেঙ্গে সমান করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারের কাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকেরা। তাঁরা মাঠের ফসল ওই রাস্তা দিয়ে ঘরে তুলতে পারছেন না। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এ সংস্কারের কাজ শেষ হতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে। এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগ নিয়েছি।রাস্তা সংস্কারে উদ্যোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিপেন চন্দ্র রায়, রাকেশ রায়, দিলীপ চন্দ্র রায়, মাধব চন্দ্র রায় সহ অনেকে বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই সেচ্ছাশ্রম নিয়ে এবং মানকিরা গ্রামের সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছেন। প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। সেই টাকা দিয়ে কাজ শুরু করা হচ্ছে। এ ছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নিয়েছেন। সুজালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, সীমিত বরাদ্দ থাকায় এ রাস্তার সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শিল্পী, সম্পাদক হুমায়ুন

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

জনগনের দূর্ভোগ রাণীশংকৈলে বিল বকেয়া থাকায় ইউপি’র বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

মহানবীকে কটুক্তি করায় পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২০ হাজার কণ্ঠে পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানেই দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে- ভূমিমন্ত্রী

সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার

রাণীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ, বিশেষ দোয়া

পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মিছিল- সমাবেশ