Saturday , 19 June 2021 | [bangla_date]

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় নাম সৎ কির্তন, হোম যজ্ঞ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।১৮ জুন ২০২১ শুক্রবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের খোলাকুটি মন্দির প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের সকল মন্দির কমিটিবৃন্দের আয়োজনে এই হোম যজ্ঞ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।প্রার্থনায় উপস্থিত ছিলেন মরিচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, খোলাকুটি মন্দিরের সভাপতি প্রমদ রায়, ইউপি সদস্য পীযুষ চন্দ্র রায়, নিতান্দ রায়,মহেন্দ্র রায়,রাম চন্দ্র রায় সহ ইউনিয়নের সকল মন্দিরের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মনোরঞ্জন শীল গোপাল এমপি’র দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন নাগরগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নরেশ চন্দ্র দাসা অধিকারী ও হোম যজ্ঞ পরিচালনা করেন ধোলা মোহন্ত দাসা অধিকারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত