Tuesday , 6 July 2021 | [bangla_date]

কিশোরী নির্যাতন ও হত্যাকারীরা যেই হোক অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে -মনোরঞ্জন শীল গোপাল৷ এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ(দিনাজপুর) প্রতিনিধিঃ ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একটি ছোট মেয়েকে যে পাশবিক নির্যাতন করে এবং নির্মমভাবে হত্যার করতে পারে সে কোন মানুষের পর্যায়ে পড়ে না। এই নরপশুদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছে। কিশোরী জাকিয়াকে নির্যাতন ও হত্যাকারীরা যেই হোক তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
৫ জুলাই ২০২১ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার তাড়গাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ৪র্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার (১১) কে হত্যার ঘটনায় নিহতের বাবা মা কে শান্তনা দিতে গিয়ে এমপি গোপাল এসব কথা বলেন। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কবর জিয়ারত করেন।
এসময় নিহতের বাবা কীটনাশক ব্যবসায়ী মো: জাহাঙ্গীর হোসেনকে আশ্বস্ত করে এমপি গোপাল আরও বলেন, অপরাধী যত শক্তিশালীই হোকনা কেন, যে কোনো রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ই হোক না কেন, এই অপরাধের কোন ভাবে ছাড় দেওয়া হবে না। কাহারোল এর মত একটি শান্তিপ্রিয় এলাকায় এমন ঘটনা যারা সংঘটিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি কামাল হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।উল্লেখ্য, গত শনিবার ৩ জুলাই’২১ জাকিয়া আক্তার বাড়ীর পার্শ্ববর্তী তরলা গ্রামে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরে না আসায় মেয়েকে তার বাবা মা সহ অন্যান্য পাড়া প্রতিবেশীরা অনেক খুঁজাখুজি করে। পরের দিন গত ৪ জুলাই ২১ রোববার সকাল অনুমানিক ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বনড়া গ্রামের একটি পাট ক্ষেতের ধারে আম গাছের নিচে জাকিয়াকে মাটিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে বাবা-মাকে সংবাদ দেন। মেয়ের বাবা কাহারোল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে ৯ দপ্তর, পদ শূন্য ১০

পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

হাবিপ্রবিতে “মাছচাষে আধুনিক প্রযুক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ডিপ্লোমা কে ডিগ্রি সমান করার দাবিতে দিনাজপুরে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মান-বব-ন্ধন

আটোয়ারীতে ব্রি ধান-১০৩এর নমুনা শস্য কর্তন