Sunday , 11 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার তানভীরকে আদালতে আনা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানুকে রবিবার বেলা ১২টা দিকে হাসপাতাল থেকে আদালতে আনা হয়েছে। বিকেল তিন টার দিকে তাকে আদালতে হাজির করা হবে। তবে তাকে কোন আদালতে হাজির করা হবে তা জানাতে পারেনি পুলিশ। সাংবাদিক ও তানুর স্বজনদের পক্ষ থেকে জামিনের আবেদনের প্রক্রিয়া চলছে বলে জানায় প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
সাংবাদিক তানভীর হাসান তানুর মা রানী আক্তার আদালত চত্বরে কান্না জড়িত কণ্ঠে বলেন, তার ছেলে করোনায় আক্রান্ত ছিল, তার শ^াসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এখনো পুরো সুস্থ হননি। গত ৫ জুলাই তানু করোনা নেগেটিভ হয়। কিন্তু তার শরীর ভীষন অসুস্থ। তাকে মুক্তি দেওয়া হোক।
তানুর বাবা আবু তাহের বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। হাসপাতালের করোনা রোগীদের খাদ্যের বরাদ্দের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন।
এদিকে সকাল থেকেই জেলার সকল সাংবাদিক ও তানুর স্বজনরা কোর্ট চত্বরে উপস্থিত হয়। তানুর নি:শর্ত মুক্তির দাবি করে আসছিল ঠাকুরগাঁও প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নাালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। এর আগে শনিবার রাতে সাংবাদিক তানুকে গ্রেপ্তারের পর নি:শর্ত মুক্তির দাবি ও মামলা প্রত্যাহারে দাবিতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসুচি পালন করে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আর এমও রাকিবুল ইসলাম চয়ন বলেন, কিছুদিন আগেই তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তাই তার কিছুটা শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা রয়েছে। তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুপুর ১২টায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানুকে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় ।
গত ৮ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভকে আসামী করে মামলা করেন। পর দিন ৯ জুলাই থানায় মামলাটি রুজু করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই, ৬ জুলাই ও ৭ জুলাই জাগোনিউজ২৪.কম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক যুগান্তরে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।
শনিবার রাত ৮টা দিকে তার মামলার খোজখবর নিতে গেলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পীরগঞ্জে ইয়াবা,গাঁজা সহ ৩ মাদক কারবারি আটক

কাহারোলে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র

বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল -রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানালেন ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

তৌহিদী জনতার সংবাদ সম্মেলন জীবন মহলে দরবারের নামে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হবে

ঠাকুরগাঁওয়ে সীমান্ত ঘেঁষা হরিপুরে- নাহিদ পড়াশোনার পাশাপাশি মৌচাষে ব্যস্ত

দিনাজপুরে নানা আয়োজনে নজরুল পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ