Wednesday , 14 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে মৃত্যু ৬, শনাক্ত ৯৪

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমিত রোগীর মৃত্যু আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন ৬ জন। এর আগে বৃহস্পতিবার ৩ জন, শুক্রবার ৩ জন, শনিবার ২ জন ও রোববার ২ জন করোনা সংক্রমিত রোগী মারা যান।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৪৭৭৪। সোমবার সকাল ৮ টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে ৬ জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাদের মধ্যে রয়েছেন সদরে ২জন, পীরগঞ্জে ১জন, রাণীশংকৈলে ১জন ও বালিয়াডাঙ্গীতে ২জন।

তিনি আরো আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ২৮৬ জনের। এর মধ্যে নতুন করে ৯৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮৭ শতাংশ। সদর উপজেলাতেই প্রতিদিন সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রোগী শনাক্ত হচ্ছে। এই দিন ১৪৫ জন নতুন শনাক্ত রোগীর মধ্যে সদরেই রয়েছেন ৩৭ জন। এছাড়া নতুন ৯৪ জন আক্রান্তদের মধ্যে রয়েছে সদরে ৩৭ জন, বালিয়াডাঙ্গীতে ০৬জন, পীরগঞ্জে ২১ জন, রাণীশংকৈলে ১৮ জন এবং হরিপুরে ১২ জন। ঠাকুরগাঁও জেলায় সর্বমোট ৪৭৭৪ জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে ৩০৪৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, সোমবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ টি মামলায় বিভিন্ন জনকে মোট ১৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ২০০ জন হোটেল শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর উপজেলায় বিভিন্ন কর্মহীন মানুষের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়িতে ড্রেনের নালায় যুবকের লাশ, পাশেই পড়ে ছিল মোটরসাইকেল

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋনের চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

খোঁজ নিতে ঈদ উপহার নিয়ে বীরাঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে ঠাকুরগাঁওয়ের ডিসি

হিলি সীমান্তে দুই কেজি কোকেন উদ্ধার

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এবারের প্রতিপাদ্য দিনাজপুরে নানা আয়োজনে পালিত বিশ্ব যক্ষা দিবস

কাহারোলে বনড়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

বোচাগঞ্জে অধ্যক্ষ আব্দুর রশিদ স্যারের রোগ মুক্তি কামনায় দোয়া

আটোয়ারীতে সাপের কামড়ে শিশুর মৃত্যূ