Tuesday , 13 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নৈশ্য প্রহরী অবরুদ্ধ: বিদ্যালয়ে আগুন দিয়ে লুটপাটের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে অবরুদ্ধ করে ৪টি শ্রেণি কক্ষের টিন, চেয়ার বেঞ্চ ও আসবাবপত্র দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই সাথে প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টরসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের পুড়ে যাওয়া আসবাবপত্র ও লুটপাট হওয়া জিনিসপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের জমি বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্রনাথ পাল জানান, রাতে বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে কক্ষে বাহির থেকে বন্ধ করে দিয়ে কে বা কাহারা দাহ্য পদার্থ দিয়ে টিনসেডের ৪টি শ্রেণি কক্ষে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং নৈশ্য প্রহরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নৈশ্য প্রহরী কৃষ্ণ চন্দ্র বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগার কারণে দ্রæত ঘরগুলো টিন ও চেয়ার বেঞ্চ জ্বলে গেছে।
এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার আব্দুস সোবহান ও সামশুল হুদার সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির ১০ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার মীমাংসায় বসা হয়েছিল। বিষয়টির এখনও সমাধান হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, বিদ্যালয়ের আগুনের ঘটনা প্রধান শিক্ষক জানিয়েছে। তাঁকে বিদ্যালয়ের ক্ষয়-ক্ষতি উল্লেখ করে থানায় ডাইরী করতে বলা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিদ্যালয়ের এড কমিটির সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাজী ফাহিম উদ্দীন আহমেদ জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
ঘটনাস্থল পরিদর্শন করে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, বিদ্যালয়ের কক্ষে আগুন দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। ঘটনার সাথে জড়িতের বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন জানান, প্রধান শিক্ষককে থানায় লিখিত ভাবে জানানোর বলা হয়েছে।
বড়পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। যে কোন সময় বিদ্যালয় খোলার নির্দেশনা আসলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে চরম সমস্যায় পড়তে হবে বলে আশা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তনে ফুলবাড়ীতে সচেতনতামুলক উঠান বৈঠক ও নাটিকা

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা কমিটির অনুমোদন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

কাহারোলে কীটনাশকের দোকানে চুরি সংঘটিত

পীরগঞ্জ ৭নং হাজীপুর ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে শাহিনা নির্বাচিত

বীরগঞ্জে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

দিনাজপুরে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, সড়ক অবরোধ

সেতাবগঞ্জে অসহায় মানুষের পাশে দাড়াতে কাজ করে যাচ্ছে শহীদপাড়ার যুব সমাজ

রাণীশংকৈলে দরপত্র ক্রয় ও দাখিল নিয়ে মেয়রের মতবিনিময়

কাহারোলে সাংবাদিকের সাথে বিএনপির নেতা-মেহেদী হাসান সুমনের মত বিনিময়