Friday , 16 July 2021 | [bangla_date]

ধর্মান্ধতাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সৃষ্টিকর্তা মানুষের মধ্যে এই জ্ঞান বুদ্ধি দিয়েছে বলেই মানুষ বৈজ্ঞানিক ও প্রগতিশীল হতে পেরেছে। যারা বাস্তবতাকে উপলব্ধি করতে চায়না যারা যুগের দাবিকে উপেক্ষা করে, তারা প্রকৃত অর্থে ধার্মিক না ধর্মান্ধ। আর ধর্মান্ধ মানুষের দ্বারা সমাজ দেশ কখনো উপকৃত হয় না। ধর্মান্ধতাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে এই ধর্মান্ধদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি ৬০টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২৪ লাখ টাকার চেক বিতরন করেন।
এমপি গোপাল আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবকাঠামো এবং সংস্কারকল্পে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই অনুদান প্রতিষ্ঠানগুলিকে আরো সমৃদ্ধ করবে। ধর্ম উপলব্ধির বিষয়। ধর্মকে যারা ধারণ করে, যারা প্রকৃত অর্থে ধর্মপ্রাণ তারা কখনও ধর্মকে নিয়ে ব্যবসা করে না, ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না। যারা কেবল মাত্র মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে প্রতারণার জন্য ধর্মকে ব্যবহার করে তারা প্রকৃত অর্থে ভন্ড। কাজেই আজকে আমাদের বিভাজন করতে হবে কে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ এবং কে ধর্মান্ধ। কারণ ধর্মান্ধদের মধ্যে কোন মানবতা থাকেনা।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।
এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা

ঘোড়াঘাটের পথসভায় সারজিস আলম যে ভালো কাজ করে তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিন

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ২৮টি ঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা

বীরগঞ্জে শীতের শুরুতে পোশাক কিনতে উপচেপড়া ভিড়

​​​​​​​বর্ণিল উৎসবে দুয়ার খুললো স্বপ্নের সেতু

পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার