Tuesday , 13 July 2021 | [bangla_date]

বীরগঞ্জের আবেগ – আপ্লুত দামাইক্ষত্র গণহত্যা দিবস

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ জীবন ছন্দের চলার পথে শোকের প্রতীক স্বস্তিকা চিহ্ন হয়ে প্রজ্জ্বলিত হয়ে আছে দামাইক্ষেত্র গ্রামের মানুষের আবেগ। ১৯৭১সালের সেই বিভীষিকাময় ৮ জুলাই পালিত হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার “দামাইক্ষেত্র গণহত্যা দিবস “।আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটি মাত্র হচ্ছে গণহত্যা, যার স্বীকার হয়ে ছিলেন ত্রিশ লক্ষ নিরীহ মানুষ। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি -এর পরতে পরতে রয়েছে অজস্র মানুষের কান্না -বেদনার কথা।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র গ্রামটিতেও ১৯৭১সালে সংঘটিত হয় ভয়াবহ গণহত্যা,শহীদ হয় ১২জন নিরীহ মানুষ। এই গণহত্যা শুরু হয় ১৯৭১সালের ৮জুলাই, চলে ২আগস্ট পর্যন্ত। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় গ্রামটিতে দফায় দফায় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। এই গনহত্যা নিয়ে “গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র,খুলনার ” গবেষক বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা ইতিমধ্যে একটি গবেষণা কাজ সম্পন্ন করেছেন।তার গবেষণায় উঠে আসে সে সময়ে দামাইক্ষেত্রগ্রামে বসবাসরত নিরীহ মানুষগুলোর উপর ভয়াবহ নির্যাতনের করুন চিত্র। গ্রামের অধিকাংশ পরিবারই ছিল অবস্থাপন্ন হিন্দু সম্প্রদায়ের। ভারতের শরনার্থী শিবিরে যাওয়ার কোন উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানেই অবস্থান করেন। ফলে দফায় দফায় আক্রমণের স্বীকার হয়। হত্যা, নারী নির্যাতন -কোন কিছুই বাদ যায়নি।ধনাঢ্য নসিপ্রসাদ,ভুবনমোহনের মতো ব্যাক্তিরা-যারা পরিবারের কর্তা ছিলেন, তারা হত্যা কান্ডের স্বীকার হওয়ায় তাদের পরিবারগুলো আজ তচনচ হয়ে গেছে। ২৫ বছরের যুবক যীতেন রায়কে খান সেনারা সৈয়দপুর ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যায় -যার প্রতীক্ষায় দিন গুণতে গুনতে প্রিয়তমা স্ত্রীও অবশেষে মৃত্যু বরণ করে আর যীতেনের সেদিনের ৫বছরের শিশু পুত্র সুরেশ এত বছর পরেও তার বাবার ফিরে আসার প্রতীক্ষা করে দিন গুনছে। এই শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ১৯৭১গনহত্যা -নির্যাতন-আর্কাইভ ও যাদুঘর ট্রাস্ট ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়। যে টি উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ডঃমুনতাসির মামুন। পরবর্তীকালে দিনাজপুর-১(বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর ঐক্লান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি স্মৃতি সৌধ নির্মাণের কাজ এগিয়ে চলছে। “দামাইক্ষেত্র গগণহত্যা ” দিবসটি কোভিড-১৯ এর কারণে সীমিত পরিসরে পালন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিনাজপুর দিনাজপুর -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল, উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাদের,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়,দামাইক্ষেত্র গণহত্যার গবেষক ইয়াসমিন সুলতানা, মুক্তি যুদ্ধের আরেক গবেষক প্রশান্ত কুমার সেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ সহ শহীদ পরিবারের সদস্যরা। প্রথমে শহীদদের স্মৃতি ফলক এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পরে শহীদ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

পীরগন্জ যুবলীগের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

মহিলা আওয়ামীলীগের খাদ্য সহায়তা বিতরণ

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকতে হবে – ডিআইজি

ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৩জন

পীরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান, এমআরআই মেশিনসহ অচল যন্ত্রপাতির মাঝে চিকিৎসকসহ জনবল সংকট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক বনভোজন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত