Wednesday , 7 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে কাঁদা – মাটির রাস্তার বেহাল দশা,ভোগান্তি চরমে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুরের বীরগঞ্জে মাটির রাস্তার বেহাল দশা-ভোগান্তি চরমে উঠেছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে পাকা রাস্তা তৈরী করার জোর দাবী জানিয়েছে। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ থেকে মুরারীপুর বাজার হয়ে দেউলি রথবাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তটির বেহাল দশা। ওই রাস্তায় পায়ে হাটা মানুষ, হাটুয়া-ঘাটুয়া, রিক্সা-ভ্যান, অটো-চার্জার, নশিমন-করিমন, মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, টলি-ট্রাকর চলাচলে ভোগান্তি চরমে উঠেছে। রাস্তার দুর্দশায় অত্র ইউনিয়নের হাজার হাজার মানুষ ও যানবাহণ স্বাভাবিক ভাবে উৎপাদিত কৃষিপণ্য ধান, গম, ভূট্টা সহ বিভিন্ন মালামাল নিয়ে হাট-বাজারে পথ চলতে পারছে না। এছাড়াও স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী, শিক্ষক/কর্মচারী, হাট-বাজার গামী সকল বয়সের মানুষের চলাচল ভোগান্তির শেষ নেই। মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিম উদ্দিন জানান, ওই পথে দুর-দুরান্ত থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী ভোগান্তির কারণে যথা সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারেনা। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুরারীপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভবনের মালিক মোঃ আব্দুস সাত্তার জানান, কাঁদার রাস্তায় নির্ধারিত সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী পৌছাতে পারেন না। ফলে প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তালাক প্রাপ্তসহ বিভিন্ন ভাতা ভোগী, মৌসুমী কৃষি ঋণ গ্রহীতা ও ঋণ পরিশোধকারী কৃষকেরা ভোগান্তির কারণে ব্যাংকে পৌছাতে পারছে না। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার বা পাকা করনের জন্য জোর দাবি জানান। মুরারীপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ধীরেন চন্দ্র বর্ম্মন জানান, এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে মালামাল পরিবহন করা খুবই কষ্টকর হয়ে দাড়িয়েছে। ইউনিয়ন ভুমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাজনা-খারিজ সহ বিভিন্ন প্রয়োজনে ওই রাস্তায় চলাচল করা ভোগান্তিতে পড়ছে। শিবরমপুর ইউপি চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী জানান, এই ইউনিয়নের অধিকাংশ মাটির রাস্তা দীর্ঘদিন যাবত এই দুরবস্থায় চরম ভোগান্তিতে পরেছে ইউনিয়নবাসী। জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের মাধ্যমে রাস্তাগুলো জরুরি ভিত্তিতে নির্মাণ করার জন্য চাহিদা প্রেরন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ জানান, ওই রাস্তাটির চাহিদা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরের কর্তৃপক্ষের সু-দৃষ্টির জন্য প্রেরন করা হয়েছে। বরাদ্দ পেলেই বর্ষা মৌসুম শেষে রাস্তা পাকা করনের নির্মান কাজ শুরু করা হবে। মুঠোফোনে কথা হলে দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয় জানান, শিবরামপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের রাস্তাগুলি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে (প্রধান প্রকৌশলী) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন আগারগাঁওয়ে চিঠি দেওয়া হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বড়দিন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন ও মতবিনিময় সভা কৃষিক্ষেত্র উন্নত হলে আমাদের দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নত হবে-কৃষি সচিব

কাবুল বিমানবন্দর চালাতে তুরস্কের সহায়তা চায় তালেবান

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি

দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

বালিয়াডাঙ্গী’র ৮টি ইউপি’তে নির্বাচন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৪০১ প্রার্থীর মনোনয়নপত্র জমা পরেছে-

আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন

দিনাজপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু