Saturday , 31 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত -১, ইউপি সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে নিজ নাময়ী জমির রাস্তার ধারে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ আবছার আলী (৫২) নিহত হয়েছে। ছোট ভাই মোঃ আনোয়ারুল ইসলাম (৪৫) আহতের ঘটনায় নিহত আবছার আলীর ছেলে ফায়হান রাতেই বাদী হয়ে স্থানীয় বর্তমান ইউপি সদস্য তৌহিদুরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ২২,তারিখ ৩০/০৭/২০২১। নিহত মোঃ আবছার আলী এবং আহত মোঃ আনোয়ারুল ইসলাম উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃত লাল চান্দের ছেলে। আহত মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বাড়ীর পাশে রাস্তার ধারে বেশ কিছু ইউক্লিপটাস গাছের চারা রোপন করা কে কেন্দ্র করে শুক্রবার সকালে প্রতিবেশী দবির উদ্দিনের ছেলে দাদন ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম (৪২) রোপনকৃত গাছের চারাগুলি তুলে নিয়ে যায়। এতে বাঁধা দিলে মোঃ তরিকুল পরিবারের লোকজন নিয়ে তাদের মারধর করলে ওই দিন বিয়য়টি নিয়ে লিখিত ভাবে বীরগঞ্জ থানাকে অবহিত করেন আবছার । এরপর দুপুরে জুম্মার নামাজ পড়ে মসজিদ হতে বাড়ী ফেরার পথে মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পরিবারের লোকজন মোঃ আবছার আলীর উপর লাঠি-সোঁটা দিয়ে হামলা চালায়। এতে দুই ভাই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিসক মোঃ আবছার আলীকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ তানভীর তালুকদার জানান, হাসাপাতালে নিয়ে আসার আগেই মোঃআবছার আলীর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত ছাড়া এই মুহুর্তে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। এ ঘটনায় মোঃ আনোয়ারুল ইসলাম (৪৫)নামে একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার পর থেকে মোঃ তরিকুল ইসলাম সপরিবারে পলাতক রয়েছে। তাঁদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বীরগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

 

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে। এই মামলার তদন্তকারী অফিসার এসআই স্বপন পাল মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে জানান, আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে গরিবদের তৃপ্তি মেটাতে ‘ভাই সাহেব হোটেল’

৪ দফা দাবী আদায়ে বিডিএমএফ ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ

উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্রে অসুস্থ ৩টি শকুন চিকিৎসায়,দর্শনার্থীদের ভিড়

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

বীরগঞ্জে ২ শতাধিক শ্রমজীবীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

হাকিমপুরে বাগবিতন্ডার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিত্তবান মানুষের কাছে আবু তালহার আকুল আবেদন ”আমি বাঁচতে চাই”