Monday , 19 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও বাই সাইকেল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ মহিলা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০২০-২০২১ এর অর্থায়নে বিতরণী অনুষ্ঠানে প্রধান৷ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি ৪৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গোবিন্দ চন্দ্র বর্মণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী। এমপি গোপাল তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি- বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং অবদান এখন দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও শিক্ষা ও যোগ্যতা বলে নিজ নিজ অবস্থানে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে নজর দিলেই এর প্রমাণ মেলে। কর্মক্ষেত্রে মেয়েদের উপস্থিতি জানিয়ে দেয় বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ সার্বিক উন্নয়ন বেগবান করেছে। ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় তাদের সময়োপযোগী অবস্থান দেশকে নিরন্তর ধারায় সামনে নিয়ে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

প্রশাসনের কাছে জীবন ও সম্পদ রক্ষার দাবি জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

রেজোয়ানার আত্মবিশ্বাসের গল্প –অথৈ আদিত্য, অতিরিক্ত জেলা প্রশাসক পঞ্চগড়

সারজিসের আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন লিটন

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

পীরগঞ্জে আউট অব চিলড্রেন এডুকেশন বিষয়ক অবহিতকরণ সভা

বোাচাগঞ্জ বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আইনজীবী সমিতির সভাপতির মতবিনিময়