Sunday , 4 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ১০ জনের জরিমানা

বিকাশ ঘোষ বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে চলমান ৭ দিনের সরকারি কঠোর বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ১০টি দোকান মালিক কে ৭ হাজার টাকা করে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।শনিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ও উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট, নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার, মোহনপুর ইউনিয়নের লাটের হাট অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার এই অর্থ দন্ড প্রদান করেন। অভিযানে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডালিম সরকার সকলের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নির্ধারিত বিধি অনুযায়ী দোকান বন্ধ রাখুন। অপ্রয়োজনে ঘুরাঘুরি বন্ধ করুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত