Monday , 26 July 2021 | [bangla_date]

মহামারি করোনা ভাইরাসে বীরগঞ্জে খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ যে কোন ব্যক্তি ওএমএসের চাল ও আটা কিনতে পারবেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার কর্মহীন, ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে খোলা বাজারে (ওএমএসের) চাল-আটা বিক্রি শুরু হয়েছে। এ চাল-আটা বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি করবে। ১জন ব্যক্তি ৩ কেজি আটা ও ৫ কেজি চাল কিনতে পারবেন পৌরশহরে ৩টি পয়েন্টে। রবিবার (২৫ জুন ২০২১ইং) সকাল ১১ টায় শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিশেষ ও.এম.এস কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমদ মোস্তফা, বীরগঞ্জ এলএসডি ওসি মো.আজমত আলী, ডিলার মোঃ ইয়াছিন আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমদ মোস্তফা জানান, পৌরসভার ৬টি ওএমএস ডিলারের মাধ্যমে হাটখোলা, আরিফ বাজার ও বলাকা মোড় কালীমন্দিরে এইসব দোকানে প্রতি কেজি চাল ৩০ টাকা, সর্বোচ্চ ৫ কেজি এবং প্রতি কেজি আটা ১৮ টাকা, সর্বোচ্চ ৩ কেজি করে একজন ক্রেতা নিতে পারবেন। করোনা কালীন কঠোর লকডাউনে এই কর্মসূচি অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আমাদের প্রতিনিধিকে জানান, বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত