Saturday , 3 July 2021 | [bangla_date]

রোজার ঈদের আগে অনুরোধ শুনলে এই পরিস্থিতি হতো না: সংসদে প্রধানমন্ত্রী

গত রমজানের ঈদে সবাইকে স্থান ত্যাগ না করার অনুরোধ করলেও তা অনেকে শোনেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সরকারের কথা শুনলে করোনা পরিস্থিতি এমনটা হতো না বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (৩ জুলাই) একাদশ অধিবেশনের ১৩তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় এবং স্বাস্থ্য সেবার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। একটা সমস্যা হচ্ছে যে জনগণকে গত ঈদুল ফিতরে বারবার অনুরোধ করলাম, আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না‌। কিন্তু অনেকেই তো সে কথা শোনেননি। সকলেই ছুটে চলে গেছেন। আর তার ফলাফল কী হলো? আর যারা বাইরে ছিল পুরো বর্ডার এলাকায় এবং বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়লো। সকলে যদি আমাদের কথা শুনতে তাহলে আজকে করোনা এভাবে ছড়িয়ে পড়তো না। এইটা হলো বাস্তবতা।’

মানুষের বাড়ি যেতে চাওয়ার প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে সংক্রমণ এড়াতে মহামারিকালে সবাইকে এক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা অনুরোধ করি তারপরও মানুষ আসলে যেতে চায়, এটা সমস্যা।

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। শুধু সরকার নয় আমাদের পার্টির পক্ষ থেকেও আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের মাধ্যমেও আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা মানুষকে করে যাচ্ছি। আমরা প্রণোদনা দিয়েছি। আমরা আর্থিক খাতে সহযোগিতা দিচ্ছি।’

তিনি বলেন, ‘এমন কোনও শ্রেণি-পেশার মানুষ নেই যাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়নি। যেহেতু আবার করোনা দেখা দিয়েছে আমাদের সাধ্যমত আবারও আমরা সেই সহযোগিতা দেবো। কারো খাদ্য ঘাটতিতে যাতে অসুবিধা না হয় অবশ্যই সে বিষয়টা আমরা দেখবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো মেনে চললে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা এখন লকডাউন ঘোষণা করেছি। আমি দেশবাসীকে বলবো, আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন, অন্যকে সুরক্ষিত রাখেন। অন্তত এটা ছাড়াতে দিয়েন না। মাস্ক পরা, হাত পরিষ্কার করা আর যেন কোনওমতেই যেন সংক্রমিত না হয়, তার জন্য দূরত্ব বজায় রাখা। এটা করতে পারলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিন মাসে এক লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারবে

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

আইডিইবি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা

পীরগঞ্জে ১মাদকাসক্তের ৩ মাসের জেল

চিরিরবন্দরে স্কুল ছাত্রের গলাকেটে হত্যার ঘটনায় দুই বন্ধু আটক

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বিরল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলম, সাধারণ সম্পাদক সুবল

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা