Saturday , 10 July 2021 | [bangla_date]

স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক, ঠাঁই নেই মর্গে

শুক্রবার দুপুর ২টা। দুই প্লাটুন পুলিশ নিয়ে দু’টি গাড়ি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাসে প্রবেশ করে। ঢামেক মর্গের অদূরে থামে পুলিশের গাড়িটি। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ সদস্য দ্রুত মর্গের সামনে যান। বাকিরা যান যেখানে সুরতহাল রিপোর্ট লেখা হয়, সেই কক্ষে।

কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে মর্গের সামনে এসে দাঁড়ায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি অ্যাম্বুলেন্স। একে একে অ্যাম্বুলেন্স নামানো হয় মরদেহগুলো। রাখা হয় ময়নাতদন্ত কক্ষের কাছেই ফাঁকা ঘরের মেঝেতে।
পরে এল আরও চারটি অ্যাম্বুলেন্স। সবগুলো থেকে একইভাবে মরদেহ নামিয়ে ভেতরে নিয়ে মেঝেতে রাখা হয়। একপর্য়ায়ে ময়নাতদন্ত কক্ষের মেঝে মরদেহে ভরে যায়। ফলে বাকি মরদেহগুলো ময়নাতদন্তের ঘরে নিয়ে টেবিলের ওপর রাখা হয়। কিন্তু তাতেও জায়গা হচ্ছিল না। ফলে ময়নাতদন্ত কক্ষের ফ্লোরের চারপাশে মরদেহ মোড়ানো ব্যাগগুলো রাখা হয়।

এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা ব্যস্ত হয়ে মর্গে কতগুলো মরদেহ এল তা জানতে এদিক-সেদিক ছুটছেন। সারিবদ্ধ মরদেহ দেখে অস্ফুট স্বরে কেউ একজন বলে উঠলেন- উফ! কী বিভৎস!
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা ৪৯ জন মরদেহ ঢামেকের মর্গে আনার পরের দৃশ্য ছিল ঠিক এমনই।

ঢামেক মর্গে উপস্থিত নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী জানান, মোট ৪৯টি মরদেহ উদ্ধার করে মর্গে আনা হয়েছে। মরদেহগুলো পুড়ে গেছে। ফলে তাদের চেনা যাচ্ছে না। দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে মরদেহ শনাক্ত করা হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি জানান, ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেয়া হবে।

মরদেহ সংরক্ষণে মরচুয়ারি কুলার সংকট
ঢামেক মর্গে ৪৯টি মরদেহ রাখা হলেও এতগুলো মরদেহ সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য মরচুয়ারি কুলার নেই। জানা গেছে, ঢামেক মর্গের মরচুয়ারিতে ২০টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে।

কিন্তু আগে থেকেই মরচুয়ারি কুলারে ১০টি মরদেহ রয়েছে। ফলে মরদেহগুলোর খুব বড়জোর অর্ধেক সংখ্যক মরচুয়ারি কুলারে রাখা যাবে। বাকিগুলো মেঝেতেই পড়ে থাকবে।

ঢামেক মর্গের অ্যাসিসটেন্ট সিকান্দার আলীর হিসাবে ৭-৮টি মরদেহ রাখার ব্যবস্থা আছে মরচুয়ারি কুলারে। তিনি বলেন, ‘এতগুলো মরদেহ শুধু ঢামেক মর্গে না পাঠিয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের মর্গে ভাগ করে পাঠালে ভাল হতো।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

দিনাজপুরে স্কাউট জেলা রোভার এর উদ্যেগে বাড়ী-বাড়ী গিয়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

দীপ্তি ফাউন্ডেশনর উদ্যোগে জাতীয় শিশু কন্যা দিবস ও এস.এস.সি-২০২৫ কৃতি শির্ক্ষাথী সংবর্ধনা

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাণীশংকৈলে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী পালন

রাণীশংকৈলে মাল্টাবাগানে হরেক রকম ফসলের চাষ

দেবীগঞ্জে গাছ না কেটেও বন বিভাগের মিথ্যা মামলা কাসাভা চাষীকে হয়রানির অভিযোগ

পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুরে আইনজীবীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা

খানসামায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত