Sunday , 29 August 2021 | [bangla_date]

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, বানর, উদবিড়াল, গরিলাসহ বিভিন্ন প্রাণীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, আর এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হরিণ।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের বরাতে রয়টার্স জানায় শুক্রবার বিশ্বের প্রথমবারের মতো একটি হরিণের দেহে কোভিড-১৯ রোগ সনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের (ইউএসডিএ) এক বিবৃতিতে জানানো হয়, ওহিও রাজ্যে সাদা লেজের বুনো হরিণের মধ্যে সার্স-কোভ-২ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে হরিণটির মধ্যে কোনো ধরনের উপসর্গ প্রকাশ পায়নি।

রয়টার্সের পাঠানো একটি ইমেইলের জবাবে ইউএসডিএর মুখপাত্র লিন্ডসে কোল লিখেছেন, “আমরা এখনও জানতে পারিনি হরিণটি কীভাবে সার্স-কোভ-২ তে সংক্রমিত হল। মানুষের মাধ্যমে, পরিবেশ থেকে, অন্য হরিণ থেকে অথবা অন্য প্রজাতির প্রাণি থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে ইউএসডিএ কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, স্নো লেপার্ড, উদবিড়াল, গরিলা ও মিংকের কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানিয়েছিল।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে প্রাণিকূলে বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে যখন ওই প্রজাতির প্রাণীটি কোভিড-১৯ আক্রান্ত কোনো মানুষের কাছাকাছি এসেছে।

ইউএসডিএ গত মাসে জানায় যে ইলিনয়, মিশিগান, নিউ ইয়র্ক, এবং পেনসিলভ্যানিয়ার সাদা লেজের হরিণ গোষ্ঠীতে সার্স-কোভ-২ সংক্রমণ হয়েছে। বুনো হরিণের নমুনা পরীক্ষা করে এই তথ্য পেয়েছে তারা।

ওই গবেষণার অংশ হিসেবে ওহিও স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ভেটেরিনারি মেডিসিন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওহিও রাজ্য থেকে হরিণের নমুনা সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসব নমুনা ‘পজেটিভ’ সনাক্ত হয় এবং ইউএসডিএর ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিজে এগুলো নিশ্চিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় মাদকসেবীর ৪ মাসের কারাদন্ড

কাহারোলেপবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরিপালিত

বালিয়াডাঙ্গীতে মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা — নুরুল ইসলাম সাদ্দাম

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থেকে চু’রি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ একজনকে আ’টক করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে  ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

রাণীশংকৈল পৌর নির্বাচন প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

১ কেজি ধানও সংগ্রহ হয়নি সেতাবগঞ্জ খাদ্য গুদামে

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও মানছেন না বীরগঞ্জের মানুষ