Thursday , 5 August 2021 | [bangla_date]

শেখ কামালের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। তবে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে আজও স্মরণ করা হয় শ্রদ্ধাভরে।

শেখ কামাল ছিলেন ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ‘৬৯-এর গণ-অভু্যত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে রয়েছে তার বীরত্বপূর্ণ ভূমিকা। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন

শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। সে সময় শেখ কামাল বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও নাট্যচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন। খুবই কম বয়সেই তিনি আত্মপ্রাকাশ করেন ক্রীড়া উদ্যোক্তা হিসেবে। তিনি দেশে আধুনিক ফুটবলের ধারক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

প্রতি বছর দিনটিকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নানা কর্মসূচি থাকলেও করোনার কারণে এবার তা অনেকটাই সীমিত করা হয়েছে।

আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আনোয়ার সিমেন্ট শীটের সৌজন্যে র‌্যালী ও কর্মশালা

তেঁতুলিয়ায় আগুনে পুড়ে সর্বস¦ান্ত দিনমুজুর পরিবার

টিফিনের টাকা বাঁচিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জ বিএনপির বিক্ষোভ ও সমাবেশে পুলিশের বাঁধা

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

পঞ্চগড়ে ‘জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ে সালন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে সভা