Friday , 6 August 2021 | [bangla_date]

শেখ কামাল তারুন্যের প্রেরণা ও দৃষ্টান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ, স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট -২০২১ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শেখ কামাল এর কারণে ক্রীড়াঙ্গন সমৃদ্ধি লাভ করেছিল। তিনি নিজেও একজন ভাল ক্রীড়াবিদ ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিও ছিলেন। শেখ কামাল তারুন্যের প্রেরণা ও দৃষ্টান্ত। তার আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আজ কামাল যদি বেঁচে থাকতো এই সমাজকে অনেক কিছু দিতে পারতো। কারণ তার যে বহুমুখী প্রতিভাটা সেই প্রতিভা বিকশিত হয়ে দেশের সব অঙ্গনে অবদান রাখতে পারতো এবং সে রেখেও গেছে সে চিহ্ন। আর শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে শেখ কামাল বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লাখো কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন।এর আগে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।এরপর প্রদর্শনী ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এমপি গোপাল। এরপর খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং গ্রুপ ছবিতে অংশ নেন এমপি গোপাল। খেলায় অংশ নেন রাণীরবন্দর বনাম বীরগঞ্জ বালক দল এবং পলাশবাড়ী বনাম বীরগঞ্জ টাউন বালিকা দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ইয়াসিন আলী,বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু, সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

৪২ দফা দাবি আদায়ে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ ও সভা

সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বোদায় আনন্দের বন্যা

এমপি রমেশকে হুমকি দিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক

পঞ্চগড় বাংলাবান্ধা আমদানী-রপ্তানীকারক গ্রæপের সংবাদ সম্মেলন বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্টে দ্রæত ভারতীয় ভিসা চালুর দাবি

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক খেয়ে যুবক নিহত

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা