Monday , 23 August 2021 | [bangla_date]

আপাতত গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

আপাতত আর গণটিকা কর্মসূচি হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিবন্ধন করেই টিকা নিতে হবে আগ্রহীদের। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। যখন যত টিকা আসবে তখন নিবন্ধন অনুযায়ীই টিকা দেওয়া হবে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে সাড়ে ১০ কোটি টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এসব টিকা হাতে আসলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সাত থেকে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও