Saturday , 21 August 2021 | [bangla_date]

কার্লভার্ট বন্ধ করে শখের বশে প্রভাবশালীর মাছ চাষ পানির নিচে ৩ শতাধিক বিঘার ফসলি জমি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় স্ানীয় এক প্রভাবশালী ব্যাক্তি দুইটি কালভার্টের বিপরীত মুখে খনন করেছেন পুকুর। উচু করে বাধঁ দিয়ে শখের বশে করছেন মাছ চাষও। তাতেই কপাল পুড়েছে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের বড়—য়া পাড়া, হরিপুর, ও সরকার পাড়া গ্রামের দেড় শতাধিক কৃষকের। পানির নিচে তলিয়ে গেছে ৩২৭ বিঘা ফসলি জমি। ওই কৃষকদের বাসা বাড়িতে সৃষ্টিহয়েছে জলাবদ্ধতা। এরই প্রতিকার চেয়ে জলবদ্ধতা নিরসন করে আমন ক্ষেত রক্ষা, ফসলের ক্ষতিপূরণ সহ জলবদ্ধতা সৃষ্টিকারী স্ানীয় প্রভাবশালী দিলদার হোসেন দিলুর বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওই তিনটি গ্রামের শত শত কৃষক। শনিবার দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভাবরঙ্গি এলাকায় ওই ইউনিয়নের বড়—য়াপাড়া,হরিপুর ও সরকারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ কৃষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঝলই শালশিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য শংকর পদ দে, কৃষক নেতা বিশ্বজিত দে ও পদলোচন দে, তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, ওই এলাকার প্রভাবশালী দিলদার হোসেন ফসলি জমিতে পুকুর খনন করে,কালর্ভাটের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করেন। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভাবরঙ্গি ফসলি মাঠের সোয়া তিন শত বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। দীর্ঘ দিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রুত পানি নিস্কাশন করা না হলে ভাবরঙ্গি ফসলি মাঠের তিনশত ২৭ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার কয়েকটি গ্রাম কয়েকদিনের মধ্যে প্লাবিত হবে। জলাবদ্ধতায় ক্ষতি গ্রস্ আমনের ক্ষতিপূরন,জলাবদ্ধতা সৃষ্ঠিকারী প্রভাবশালী দিলদার হোসেনের বিচার ও ভাবরঙ্গি ফসলী মাঠে থেকে জলাবদ্ধতা দূর করে ফসল রক্ষার দাবী জানিয়েছেন।
দেলদার হোসেন দিলু নামের ওই প্রভাবশালী ব্যাক্তি জানান, আমার খনন করা পুকুরের কিছু মাটি পড়ে কার্লভার্টের বিপরীত মুখে পানির যেতে বাধাঁর সৃষ্টি হয়েছে। যখন আমি পুকুর খনন করি তখন তাদের ডেকেছিলাম। কিন্ তারা আসেনি। এখন তারা নাকি আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে বলে শুনেছি। তবে তারা যদি আসে তাহলে তাদেরকে নিয়ে আমি এ সমস্যার দ্রুত সমাধানে কাজ করবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা

নাট্য সমিতির বিজয়ের আনন্দ বৈঠকী অনুষ্ঠানে বক্তারা কাঙ্খিত বিজয়ের পেছনে রয়েছে দীর্ঘ শোষন-বঞ্চনার দীর্ঘ ইতিহাস

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

বীরগঞ্জে অভিমান করে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা

সেতাবগঞ্জ ব্যাডমিন্টন গ্রুপ আয়োজিত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা

বীরগঞ্জে চুলার আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!