ঠাকুরগাঁও: জুয়ার আসরে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও পৌরসভার ৮নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন (৩২) ও মোস্তাফিজুর রহমান (২৬)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের খালপাড়া (ডিসি বস্তি) এলাকা থেকে তাদের আটক করে।
আটক ফরহাদ হোসেন পৌরসভাধীন মুন্সিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মোস্তাফিজুর রহমান একই এলাকার মৃত আবুল কাসেম এর ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নবিউল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে শহরের খালপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জুয়ারীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে। রোববার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন করলে আদালত গ্রেপ্তারকৃতদের জামিন মঞ্জুর করে বলে নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ওসি।

















