Wednesday , 18 August 2021 | [bangla_date]

জেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলীকে রাণীশংকৈল কৃষি কর্মকর্তা কর্তৃক সংবর্ধনা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ (প্রথম) এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের পয়গাম আলী। তিনি রাণীশংকৈল বিএম কলেজ ভোকেশনাল শাখার বিএসসি শিক্ষক।

গত সোমবার (১৬ আগষ্ট ) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে ২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপননের উপর বিশ্লেষণ করে ও সকল প্রকার চাষ ভালো করায় তাকে গতবারের মত এবারোো শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত করা হয়। জেলায় শ্রেষ্ঠ হওয়ায় তাকে সনদ ও পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে জেলা উপ-পরিচালক আবু হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক শামিমা নাজনীন নাইমুল হুদা সরকার জেলা প্রশিক্ষণ অফিসার সিরাজুল ইসলাম জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমানসহ জেলা উপজেলার বেশ কিছু কৃষক।

কৃষক পয়গাম আলী বলেন, জেলায় প্রথম হওয়ায় আমি খুব খুশি। গেলবারও হয়েছিলাম। এসব কৃষি অফিসার মহোদয়ের অবদান। তিনি আমাকে ডাল তেল মসলা জাতীয় ফসলগুলো চাষে উদ্ভুদ্ধ করেছেন। কারণ এ ফসল গুলো এখানে তেমন চাষাবাদ হতো না। আমাকে প্রথম নির্বাচিত করায় কৃষি কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

এদিকে মঙ্গলবার (১৭আগষ্ট) রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কক্ষে কৃষক পয়গাম আলী জেলার শ্রেষ্ঠ কৃষক নির্বাচত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তাকে সংবর্ধিত করেন।

জেলার শ্রেষ্ট কৃষক পয়গাম আলীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজুম মুন্না প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক তারেক আজিজসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলা কমিটি গঠিত

বীরগঞ্জে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ১

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউ’পি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে সাহেদ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তাৎক্ষণিক বিধবা ভাতা

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা