Sunday , 29 August 2021 | [bangla_date]

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, বানর, উদবিড়াল, গরিলাসহ বিভিন্ন প্রাণীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, আর এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হরিণ।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের বরাতে রয়টার্স জানায় শুক্রবার বিশ্বের প্রথমবারের মতো একটি হরিণের দেহে কোভিড-১৯ রোগ সনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের (ইউএসডিএ) এক বিবৃতিতে জানানো হয়, ওহিও রাজ্যে সাদা লেজের বুনো হরিণের মধ্যে সার্স-কোভ-২ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে হরিণটির মধ্যে কোনো ধরনের উপসর্গ প্রকাশ পায়নি।

রয়টার্সের পাঠানো একটি ইমেইলের জবাবে ইউএসডিএর মুখপাত্র লিন্ডসে কোল লিখেছেন, “আমরা এখনও জানতে পারিনি হরিণটি কীভাবে সার্স-কোভ-২ তে সংক্রমিত হল। মানুষের মাধ্যমে, পরিবেশ থেকে, অন্য হরিণ থেকে অথবা অন্য প্রজাতির প্রাণি থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে ইউএসডিএ কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, স্নো লেপার্ড, উদবিড়াল, গরিলা ও মিংকের কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানিয়েছিল।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে প্রাণিকূলে বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে যখন ওই প্রজাতির প্রাণীটি কোভিড-১৯ আক্রান্ত কোনো মানুষের কাছাকাছি এসেছে।

ইউএসডিএ গত মাসে জানায় যে ইলিনয়, মিশিগান, নিউ ইয়র্ক, এবং পেনসিলভ্যানিয়ার সাদা লেজের হরিণ গোষ্ঠীতে সার্স-কোভ-২ সংক্রমণ হয়েছে। বুনো হরিণের নমুনা পরীক্ষা করে এই তথ্য পেয়েছে তারা।

ওই গবেষণার অংশ হিসেবে ওহিও স্টেট ইউনিভার্সিটি কলেজ অব ভেটেরিনারি মেডিসিন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওহিও রাজ্য থেকে হরিণের নমুনা সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসব নমুনা ‘পজেটিভ’ সনাক্ত হয় এবং ইউএসডিএর ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিজে এগুলো নিশ্চিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড় টু রাজশাহী ট্রেন সার্ভিস এর নামকরণ হয়েছে বাংলাবান্ধা_এক্সপ্রেস

পীরগঞ্জে দেড় শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈলে সাড়ে ৩ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম জানে না কেউ!

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

মহা তাবু জলসা ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেলা কাব ক্যাম্পুরী

জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য মরহুম খোকা’র স্মরনে দোয়া মাহফিল