Friday , 6 August 2021 | [bangla_date]

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে ৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের নব- নির্বাচিত সভাপতি সাজেদুর রহমান অন্তুুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ এর পরিচালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু, শামীম ফিরোজ আলম, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের -সভাপতি মেহেদী হাসান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক সজীব ও মাহাবুর রহমান, নেপাল চন্দ্র শীল, তৌকির রহমান তুষার, শাহরিয়ার সুইট, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাসুদ মোস্তফা মহৎ, সৌরভ গুপ্তা, সোহেল রানা সহ দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও মেডিকেল যন্ত্রপাতি বিতরণ

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘মাতৃদুগ্ধ দান সুরক্ষায় সকলের সম্মিলিত দায়’ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘ওয়ার্ল্ড ভিশন তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট, বীরগঞ্জ’ এর সার্বিক সহযোগিতায় মায়েদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন। ‘ওয়ার্ল্ড ভিশন তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার মৌসুমী মজুমদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তানজিন তামান্না ঈশিতা, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডাঃ মোঃ মনিরুজ্জামান, নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফগণ, প্রধান সহকারী, ক্যাশিয়ার, ষ্টোরকিপার, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, স্যানিটারী ইন্সপেক্টর, এইচাআই, এমটিইপিআই এবং উপজেলার বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, গন্যমান ব্যাক্তিবর্গ।শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ তানজিনা তামান্না ঈশিতা। সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নবজাতক শিশুদের উত্তম খাদ্য হচ্ছে মায়ের দুধ, তাই শিশুদের মানসিক ভাবে সুস্থ রাখতে হলে সকল মাকে তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে হবে। আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশন ও তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তাদের ১হাজার পিস মাস্ক, ১৩ পিস স্টেথোস্কোপ ও মেডিকেল যন্ত্রপাতি বিরতণ করা হয়। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট, বীরগঞ্জ এর প্রশংসনীয় ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ বিতরণ

দ্রৌপদি মুর্মু বিশ্বের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীতে আদিবাসীদের আনান্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

তেঁতুলিয়ায় আগুনে পুড়লো বসতঘর প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

বীরগঞ্জ পল্লীতে ভটভটি উল্টে চালক নিহত

ইজিবাইক ছিনতাই ঘটনায় এক যুবক আটক ও ইজিবাইক উদ্ধার

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত  রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পঞ্চগড়ে বলেয়াপাড়া-ভোকেশনাল পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন