Wednesday , 11 August 2021 | [bangla_date]

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধনকালে এমপি গোপাল বিশিষ্টজনদের সহযোগিতায় সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু দেশে একটি সুন্দর উদাহরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এলাকাবাসীর জন্য সার্বক্ষনিক অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবার উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।১১ আগস্ট ২০২১ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বীরগঞ্জ উপজেলাবাসীর বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের সংযোগ স্থাপন করা হয়।উদ্বোধন শেষে আলোচনা সভায় এমপি গোপাল বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের নাম, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকেও পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল। যারা এই চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে তারা এখনও থেমে নেই। তারা এখনও বিভিন্ন অযুহাতে বিভিন্ন সময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। তিনি বলেন, করোনাকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে বাঁচানোর জন্য ঐকান্তিক প্রচেষ্টা করে যাচ্ছে। তখন সম্প্রতিকালে খুলনা’র রুপশায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। সেখানে বেশ কয়েকটি মন্দির-বাড়ী ভাংচুর করা হয়েছে। এটি তারাই ঘটিয়েছে। যারা দেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করতে চায়। তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষন করেন তিনি। তিনি বলেন, বীরগঞ্জের মানুষ এগিয়ে এসে উপজেলা পর্যায়ে যে সেন্ট্রাল অক্সিজেন চালু হলো তা একটি সুন্দর উদাহরণ হয়ে থাকলো। এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, ওসি আব্দুল মতিন প্রধান প্রমুখ।আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা জানান, এই সংযোগের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের এক সাথে ৩৮ জন রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা সম্ভব হবে। শুধু করোনা মহামারীতে নয়, এটি স্থাপনের ফলে এই এলাকার সাধারণ মানুষ তাদের প্রয়োজনে সার্বক্ষণিক অক্সিজেন সেবা পাবেন। এতে সার্বক্ষণিক ভাবে ৮টি সিলিন্ডার চালু থাকবে। আপদকালীন সময়ের জন্য অতিরিক্ত আরও ৮টি সিলিন্ডার মজুদ রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইতিহাস গড়লো আলুর মূল্য !

বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যুবতীকে নিয়ে অসামাজিক কাজে সম্পৃক্ত ভেটেরিনারি সার্জনের বিরুদ্ধে চিঠি

আলোচিত জোড়া লাগানো জমজ মনি মুক্তা আজ ১৪ বছরে পা দিল

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

কাহারোলে অবাধ্য কন্যা সন্তান কে ত্যাজ্যকন্যা করলেন পিতা -মাতা

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস নবীন বরণ

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবায় ভোগান্তি

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১