Thursday , 5 August 2021 | [bangla_date]

মাদ্রাজি ওল চাষে স্বপ্ন দেখছে বীরগঞ্জের কৃষক প্রেম হরি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ॥ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ছিলেন,”বাড়ীর আনাচে কানাচে যে টুকু ফাঁকা জমি আছে তাঁতে ফলজ বৃক্ষ লাগান। সবজি চাষ করুন দেশের সকল প্রকার ফল ও সবজির চাহিদা পুরন করুন এবং নিজে স্বাবলম্বি হোন”। এই কথায় অনুপ্রানিত হয়ে স্বপ্ন বুনতে শুরু করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ৬নং ইউনিয়নের নিজপাড়া গ্রামের প্রেম হরি রায়। কিন্ত তার জমি আছে পুঁজি নেই। কুল কিনারা না পেয়ে দ্বারস্থ হোন উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওল চাষের উপর প্রশিক্ষন নেয় প্রেমহরি সহ ১২জন। প্রশিক্ষণ শেষে ৩৬ শত টাকা করে দেওয়া হয় প্রত্যেকে। কৃষি অফিসের প্রশিক্ষণ আর অর্থ দিয়ে শুরু হয় প্রেমহরি রায়ের নতুন করে স্বপ্ন দেখা। তার ২০শতক জমিতে স্বপ্ন বাস্তবায়নে ওল কচুর বীজ রোপণ করে। ওলকচু মাটি ফেঁটে মাথা বের হতেই স্বপ্ন বাস্তবে রুপ নিতে শুরু করে। ওলকচুর গাছ যত বড় হচ্ছে তার স্বপ্নগুলো ততই দাঁনা বাঁধতে শুরু করেছে।কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসল সমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টি আলু, পানিকচু, লতিকচু, মুখীকচু, গাছআলু,ওলকচু, কাসাভা ইত্যাদি। কন্দাল জাতের ফসল হিসেবে ২০২০-২০২১ অর্থবছরে মাদ্রাজি ওলকচুর জাতটি উদ্যোক্তা ৫জন কৃষককে ২০শতক জমিতে প্রদর্শনী প্লট হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এই অ লে উচু জমিতে চাষ করা সম্ভব এবং ফলন ৪০-৫০ মে, টন/হেঃ । ওল কচুর জাতের মধ্যে মাদ্রাজি ওলকচুর জাতটি সর্বোৎকৃষ্ট। কৃষক প্রেমহরি রায় আমাদের প্রতিনিধিকে জানান, গত ৩০শে মার্চ মাদ্রাজী জাতের ওল কচু রোপণ করি। রোপনের পর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান,উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমানের পরার্মশ ও নিয়মিত পরির্দশনে এবং আমার পরিশ্রমে ওলকচুর গাছ এখন আমার সমান লম্বা। মাটির নীচে ওলকচু বড় হতে শুরু করেছে। ফসল বাজারজাত করতে আরো ১মাস লাগবে। কৃষি অফিসের তথ্য আর মাটির নিচে কচুর আকার দেখে মনে হচ্ছে একে কটি কচু আড়াই থেকে তিন কেজি ওজন হবে। জমিতে উৎপাদিত ওল কচু থেকে ৩৫ থেকে ৪০হাজার টাকা আয় হবে বলে আশা করছি।এব্যাপারে মুঠোফোন কথা হলে উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসর্ম্পূন হলেও পুষ্টিতেস্বয়ংসর্ম্পূন নয়। তাই সরকার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ভিটামিন ও খনিজসহ অধিক পুষ্টি উপাদান সমৃদ্ধ কন্দাল ফসল হিসেবে ওলকচু বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওলকচু অত্যন্ত লাভজনক ফসল। রোগ বালাই আক্রমণ কম। ফলন ভাল,আর বেশি হওয়ার কারণে মাদ্রাজি ওলকচুর জাতটি এই অ লে সম্প্রসারিত হবে এবং পুষ্টির স্বয়ংসম্পুর্নতা অর্জনে অন্যতম সহায়ক হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির অনুষ্ঠানে গোল্ডেন ভয়েস সম্মননা পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত কুমার রায়

‘মাদকে না বলি’ এই শ্লোগান নিয়ে সচেতনতামুলক সভা শুভসংঘের

ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি না মেনে মানুষের চলাচল

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

দিনাজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ড

পঞ্চগড়ে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা’

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস দোকানে

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যা”েছন -এমপি মনোরঞ্জন শীল গোপাল