Monday , 30 August 2021 | [bangla_date]

রাণীশংকৈলে মোবাইল টেকনিশিয়ানদের বিসিপিআরটিএ কমিটি গঠন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন ( BCPRTA ) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল নেকমরদ বাজারে সোমবার (৩০ আগষ্ট) বিকালে থানা শাখার কমিটি গঠন ও সদস্য গ্রহণের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় ও কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর কেন্দ্রীয় কমিটির সদস্য জিএসএম সাগর , বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান, এছাড়াও ঠাকুরগাঁও জেলা কমিটি অন্যান্য সদস্যদ্বয় প্রমূখ ।

কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুজ্জামান বলেন, এ সংগঠনটির লক্ষ্য হলো বাংলাদেশ থেকে মোবাইল মেরামত পেশা দ্বারা সংঘটিত অপরাধ বন্ধ করতে সরকার ও আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদান।
এ পেশার সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করা। সংগঠনটি ২০২০ সালের ১৭ই অক্টোবরে প্রতিষ্ঠা লাভ করে। ৫ দফা দাবী প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে। সংগঠনটি একটি বানিজ্য সংগঠন হিসাবে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় থেকে অনাপত্তি পেয়েছে যার রেজি: প্রক্রিয়াধীন রয়েছে ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সেল ফোন রিপেয়ার করতে এসে গ্রাহকেরা টেকনিশিয়ানদের বিভিন্ন বিষয় নিয়ে অনেক ধরনের জটিলতা সৃষ্টি করে থাকেন, এ সকল বিষয় নিরসন করার লক্ষে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেন আগামীতে এধরনের কোন জটিলতার সৃষ্টি না হয় এব হলে তার প্রতিকার নেয়া যায়।

এতে ৫ দফাদা‌বি ছাড়াও মোবাইল মেরামত পেশার দ্বারা সংঘ‌টিত অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহ‌যো‌গিতা প্রদান, কা‌রিগ‌রি শিক্ষার সনদপ্রা‌প্তি এবং মোবাইল মেরাম‌তে ব‌্যবহৃত সকল বক্স, ডোঙ্গল ও টুলসের অনুমতি প্রদানের দাবি করা হয়।

বক্তারা আরো বলেন বর্তমা‌নে দে‌শের ৫ লাখ টেকনিশিয়ার আই‌নি জ‌টিলতার কার‌ণে ঠিকভা‌বে কাজ কর‌তে পার‌ছে না। সার্ভার বেজ আইএমইআই (IMEI) রে‌জিষ্ট্রার ডাটা‌বেজ, স‌ঠিক নী‌তিমালা প্রণয়ন ও প্রধানম‌ন্ত্রী‌কে দেওয়া স্বারক‌লি‌পির ৫ দফা দাবি বাস্তবায়ন হ‌লেই কেবল এ পেশার দ্বারা সংঘ‌টিত অপরাধ বন্ধ হওয়া সম্ভব।

মতবিনিময় আলোচলা শেষে সর্বসন্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি, মিলন রানাকে সিনিয়র সভাপতি, রাজিউর রহমানকে সহ-সভাপতি এবং আওয়াল কে সাধারন সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (BCPRTA) এর রাণীশংকৈলে থানা কমিটি ঘোঘনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ফলোআপ পীরগঞ্জে মোটর সাইকেল চোরকে উদ্ধারের সময় ৪ পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা

রাণীশংকৈলে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

আটোয়ারীতে ডাম ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে ছাত্রলীগ সভাপতির ৩ লাখ টাকা ছিনতাই

শতভাগ স্কাউটস উপজেলা হরিপুর

ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা