Thursday , 5 August 2021 | [bangla_date]

শেখ কামালের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। তবে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে আজও স্মরণ করা হয় শ্রদ্ধাভরে।

শেখ কামাল ছিলেন ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ‘৬৯-এর গণ-অভু্যত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে রয়েছে তার বীরত্বপূর্ণ ভূমিকা। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন

শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। সে সময় শেখ কামাল বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। নাট্য সংগঠন ঢাকা থিয়েটার ও নাট্যচক্রের সঙ্গেও যুক্ত ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় দারুণ আগ্রহী ছিলেন। খুবই কম বয়সেই তিনি আত্মপ্রাকাশ করেন ক্রীড়া উদ্যোক্তা হিসেবে। তিনি দেশে আধুনিক ফুটবলের ধারক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন।

প্রতি বছর দিনটিকে ঘিরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নানা কর্মসূচি থাকলেও করোনার কারণে এবার তা অনেকটাই সীমিত করা হয়েছে।

আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের রং তুলির আচরে ফুটে উঠেছে গণতন্ত্র, অধিকার ও সংগ্রামের চিত্র

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে সাহেদ

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

অসমাপ্ত মসজিদের নির্মাণ কাজ চালু

অসমাপ্ত মসজিদের নির্মাণ কাজ চালু

দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি এ.এইচ. মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা

রাণীশংকৈলে সড়ক দূ,র্ঘট,নায় প্রা,ণ হারালেন কাঠমিস্ত্রি

বীরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

বিরল প্রেসক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের