Saturday , 7 August 2021 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌরসভায় গণটিকা কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মেয়র অাসলাম

পৌরসভা পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকাদা কর্মসূচির অাওতায় সেতাবগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় ৭ অাগষ্ট শনিবার সকাল ৯টায় সেতাবগঞ্জ পৌরসভায় ১ নং ওয়ার্ডের মানুষের মাঝে টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ অাসলাম- এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাসান, বোচাগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অাবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ অাফছার অালী, যুগ্ম সাধারণ সম্পাদক অাবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম অাযাদ, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সেতাবগঞ্জ পৌর অাওয়ামী লীগের সভাপতি লিয়াকত অালী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমপ্লেক্সেের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ অাসাদুজ্জান, পৌর সচিব হরিপদ রায়, পৌর স্বাস্থ্য পরিদর্শক বিপদ ভঞ্জন দাস সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন- অাজ ১নং ওয়ার্ডের মানুষের মাঝে এই টিকা দেওয়া হয়- পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডে এই টিকা দেওয়া হবে

সর্বশেষ - ঠাকুরগাঁও