Thursday , 12 August 2021 | [bangla_date]

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট থেকে দেশজুড়ে সব ধরনের গণপরিবহন চালু হচ্ছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।এতে বলা হয়, সড়ক নৌ ও রেলপথে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চলাচল করতে পারবে। পর্যটন, বিনোদন ও কমিউনিটি সেন্টারে আসন সংখ্যা ৫০ ভাগ ব্যবহার করে চালু করা যাবে। ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আার্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এতে আরও বলা হয়, যেকোনও প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবহেলা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। এরপর ২৬ মার্চ গণছুটি ঘোষণা করে সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় মিল-কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান। ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়।

দীর্ঘ ছুটির কবলে পড়ে অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ে। বিপন্ন হয়ে পড়ে দিনমজুর ও দরিদ্র মানুষের জীবন-জীবিকা। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে গত বছরের ৩১ মার্চ ছুটি আংশিক প্রত্যাহার করে সরকার। পরে আরোপিত বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়া হয়।

গত বছরের আগস্টের পর থেকে সংক্রমণ কমতে শুরু করে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শনাক্তের হার তিন শতাংশের নিচে নামে। এর মধ্যেই যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের ধরন ছড়াতে শুরু করে। গত মার্চের প্রথম থেকেই সংক্রমণ আবারও বাড়তে শুরু করে। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারতীয় ডেলটা ধরনও সংক্রমণ ছড়াতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়। ধাপে ধাপে তা বাড়ানো হয়। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। ৫ আগস্ট থেকে তা আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। বুধবার থেকে বিধিনিষেধ শিথিল করে সবকিছু খুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুকিয়ে যাচ্ছে বিনা-১৭ ধানের শীষ,দূ:চিন্তায় কৃষকেরা

বঙ্গবন্ধুর জুলিও কুরিও পদক প্রাপ্তির ৫০বৎসর পূতির্তে জেলা আওয়ামী লীগের কর্মসূচী পালিত

কাহারোলে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জে দুর্গা মন্ডপে বিএনপির অনুদান প্রদান

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত– ৮

উত্তর বঙ্গের প্রথম থ্রি ডি স্পীড ব্রেকার বীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে দোকানপাট খুলেছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি