Tuesday , 7 September 2021 | [bangla_date]

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এস এম মশিউর রহমান সরকার,
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ পাইলট মডেল হাই স্কুলে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অসাংবিধানিক ফ্যাসিবাদী আওয়ামী লীগের এই সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে। আওয়ামী লীগের ১৩ বছরের শাসন আমলে চুনোপুঁটিরা হয়েছেন রুই কাতল। আওয়ামী দুঃশাসনে দেশের ৩৫ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলায় আসামীহয়ে কারাবরণ সহ নানাভাবে হয়রানি হচ্ছে। অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। করোনাকে পুঁজি করে সবকিছুই হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গনমাধ্যমের গিলা টিপে কণ্ঠ রুদ্ধ করে রেখেছে। দেশের সত্য কথা লিখতে পারেন না।

উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, কাজি ফাহিম উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত