Monday , 6 September 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কটির বেহাল দশা। শহরের প্রানকেন্দ্র চৌরাস্তা থেকে সত্যপীর ব্রীজ পর্যন্ত রাস্তাটির অবস্থা বেহাল। এতে চলাচলে ভোগান্তিতে জনসাধারণ। এই সড়কের পাশাপাশি সরকারপাড়া (বলাকা থেকে মডেল স্কুল পর্যন্ত) সড়কটিও বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পরে থাকায় চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির পানিতে এই ২টি সড়কে চলাচল করতে বেশি সমস্যার সম্মুখিন হন পথচারীরা।
গতকাল সোমবার পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের বিক্রমপুর মিস্টান্ন ভান্ডারের সামনে রাস্তায় গিয়ে দেখা যায় বেশ কয়েকটি বড় বড় খানা খন্দক তৈরী হয়েছে সেখানে। যানবাহনগুলো কষ্ট করে যাতায়াত করছে। তবে আশ পাশের দোকানদারেরা জানান বৃষ্টির পানিতে সেখানে পানি ভর্তি থাকার কারনে যানবাহন মাঝে মধ্যেই দুর্ঘটনার স্বীকার হন। এছাড়াও জনসাধারণের যাতায়াতেও মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একই অবস্থা আমাদের বাজারের সামনে, সেখানেও বেশ কয়েকটি বড় বড় খাল তৈরী হয়েছে। যেগুলো দিয়ে পারাপারে মাঝে মধ্যেই ছোট খাটো দুর্ঘটনা ঘটে। এছাড়াও চাঁনমারিপারা ভাঙ্গারিপট্টির সামনেও একই অবস্থা চোখে পরে।
অন্যদিকে সরকারপাড়ার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে থাকায় চরম ভোগন্তিতে সেখানকার জনসাধারণ। বলাকা সিনেমা হলের সামনে থেকে শুরু করে মডেল স্কুলের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাটি খানা-খন্দকে ভরা। বৃষ্টির পানিতে সেখানে কাঁদা এতই পরিমানে জমে থাকে যে, জনসাধারণ চলাচল করতে পারে না। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। সেখানকার ড্রেনটিও ছোট হওয়ায় পানি নিস্কাসন না হওয়ার ফলে এমন কাঁদার সৃষ্টি হয় বেশি করে। এতে করে সামান্য বৃষ্টিতেই এই সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পরে। তাই সরকারপাড়াবাসীর ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে সড়কটি।
শহীদ মোহাম্মদ আলী সড়কের ফল ব্যবসায়ি নুরন্নবী বলেন, সড়কটির এই অংশটুকু চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সামান্য বৃষ্টির পানিতেই এখানে পানি জমে থাকায় তা কয়েকদিন ধরে জমে থাকে। মাঝে মধ্যেই রিক্সা-অটোরিক্সা দুর্ঘটনার স্বীকার হতে দেখা যায়।
পথচারী আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন আগে এখানে পানি জমে থাকায় খালের গভিরতা বুঝতে না পেরে পারাপারের সময় সামনের চাকা খালে ঢুকে আটকে গেলে আমি পরে যাই। আশপাশের দোকানদারেরা এসে আমাকে ও মটরসাইকেলটিকে উঠান। মাঝে মধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে বলে জেনেছি।
ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র সুদাম সরকার জানান, বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জেনেছে, শীঘ্রই যাচাই বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও সরকারপাড়া মহল্লার ওই সড়কটি সংস্কার বা নতুন করে যাতে হয় সেজন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বই এর নির্যাস প্রকৃত জ্ঞান আহরনে সহায়ক-এমপি জুঁই

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায়  র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

মেডিকেলে ভর্তির সুযোগ মেয়ের, খরচের চিন্তায় পড়েছেন ভ্যান চালক বাবা !

পঞ্চগড়ে চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করলেন এক চা চাষি

“এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী”

বীরগঞ্জে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা

জুম্মার নামাজের মধ্য দিয়ে হরিপুর মডেল মসজিদে নামাজ আদায় শুরু

বিরলে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরি আটক

ভারতে অবৈধ অনুপ্রবেশে আটক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তানান্তর করলো বিএসএফ

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত