Saturday , 25 September 2021 | [bangla_date]

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামকে (২৬)গত (২০ সেপ্টেম্বর) সোমবার বিকালে করিমুল ইসলাম ও তার পরিবারের লোকজন নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে, এতে নাসিরুল মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, এ খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরুলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে নির্যাতনের সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে নাসিরুলের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপরও অবস্থার আরও অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল থেকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাসিরুলের বাবা গত ২৪ সেপ্টেম্বর রানীশংকৈল থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ করিমুলের স্ত্রীকে গ্রেফতার করে। বাকী আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদি ও তার লোকজনকে বিভিন্ন হুমকি দিচ্ছে বলে তারা জানান।

ঘটনার বিবরণে জানা যায়,খলিলুর রহমানের ছেলের সাথে একই এলাকার করিমুলের মেয়ের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেম থেকে তারা পরিবারের অগোচরে বিয়ে করে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের হলফনামা গ্রহণ করে।

পরে তারা দুজুনে ঢাকায় চলে যান। বিষয়টি জানাজানি হলে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে সমাধানের কথা বলে ছেলে মেয়েকে বাড়ীতে আসার ব্যবস্থা করা হয়।

এরপর শশুড়বাড়ি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে নাসিরুলকে রশি দিয়ে গাছে বেঁধে শাশুড়ি সহ শশুরবাড়ির লোকজন তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেকে ভিডিও শেয়ার করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ প্রেক্ষিতে থানা পুলিশ নির্যাতনকারীর শাশুড়ি কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ওই গ্রামের ২ শতাধিক লোকের সমন্বয়ে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের জনাব আলি, হবিবর রহমার, রুবেল হক, রানা ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে নাসিরুল নির্যাতন কারিদের গ্রেপ্তার করতে হবে, বিচার চাই এনিয়ে শ্লোগানে বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে রানীশংকৈল ইউএনওর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে অতিদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দিনাজপুরে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীকে জরিমানা

পীরগঞ্জে ভোমরাদহ ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মজিদ

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !

নতুন প্রজন্মের ভোটার সাথে খালিদ মাহমুদ চৌধুরীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকার পক্ষে নুতন ভোটাররা

দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্তর চড়ুই পাখির অভায়রন্য

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বীরগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

পঞ্চগড়ে তিন চা কারখানা ও দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জবর দখলের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন