Tuesday , 7 September 2021 | [bangla_date]

পঞ্চগড়ে পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারী ও বোদা উপজেলায় পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা দুটি ঘটে।
এদিন জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর রসেয়া পাড়া এলাকায় ইজিবাইকের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে চন্দ্রশেখর বর্মন (২৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত চন্দ্রশেখর ওই এলাকার দিরেন্দ্রনাথ বর্মনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার রায় জানান, চন্দ্রশেখর শনিবার রাতে তার ব্যাটারী চালিত ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমাতে যান। পরে রোববার সকালে ইজিবাইকটি বিদ্যুৎ সংযোগ হতে বিছিন্ন করতে গিয়ে চার্জারে হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হন তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রোববার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া এলাকায় পুকুরের পানিতে পড়ে এক ভারসম্যহীন শাহনাজ পারভীন মুক্তি (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। নিহত শাহনাজ ওই এলাকার তবিবর রহমানের স্ত্রী।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শাহনাজ নামের ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রোববার সকালে শাহনাজ বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে হাটার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন শাহনাজের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদসদের খবর দেন। তারা এসে শাহনাজের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরৎহাল করেছি। পরে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চেীধুরী পুকুরের পানিতে পড়ে এক ভারসম্যহীন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে এলে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচনে পুনরায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় সুবল ঘোষকে সংবর্ধনা

রাণীশংকৈল প্রেসক্লাবে ব্যারিস্টার রকুনুজ্জামানের মতবিনিময় সভা

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ আদায়

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির মাঠে জেলা প্রসাশক

সেতাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ শুরু

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর উদ্যোগে অভিভাবক মতবিনিময় ও আলোচনা সভা

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত