Thursday , 2 September 2021 | [bangla_date]

পীরগঞ্জে ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ২ পা হারালো যাত্রী

পীরগঞ্জ প্রতিনিধি ঃ রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেন থামার আগেই দ্রুত সময়ে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে এক যাত্রীর দুটি পা কাটা পড়েছে। ণবৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল ষ্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম (৫০) হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের ইরফান আলীর ছেলে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পীরগঞ্জ রেলস্টেশন সহকারি মাস্টার সহরাব হোসেন সুজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন তিনি। সকাল ৮.৩০ মিনিটে পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রæত সময়ে নামার চেষ্টা করলে ট্রেণের নিচে পড়ে তার পা দুটি হাটুর নিচ থেকে কাটা পড়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও