পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে পীরগঞ্জে। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রæব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোর।রঅ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন বাবু, প্রাচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, আ’লীগ নেতা মাহবুবব জামান জেম, কবিরুজ্জামান রিচার্ড, আসাফুদৌলা রুমেল, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক নুরনবী চঞ্চল সহ আাওয়ামীলী, যুবলীগ,মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পাইলট উচ্চ বিদ্যালল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নুরুল ইসলাম।