Thursday , 2 September 2021 | [bangla_date]

পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাধীন শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দরিমান আলী নামে স্থানীয় এক ব্যক্তি উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বসিলা (কুড়ালের মতো এক ধরনের দেশীয় অস্ত্র) দিয়ে বিদ্যালয় চত্ত¡রের পূর্ব পাশের্^ অকস্থিত নির্মাধীন শহীদ মিনারটি ভাঙচুর করে। বসিলার আঘাতে ভেঙে যায় মিনারের তিনটি স্তম্ভের কিছু অংশ বিশেষ। এসময় বিদ্যালয় সংলগ্ন বাড়ির গৃহীনি পারুল আক্তার বাঁধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি। ঘটনার প্রত্যেক্ষদর্শী সাহেদুল ইসলাম নামে এক নির্মান শ্রমিক বলেন, ‘আমি এখানে কাল্ভাট ড্রেনের কাজ করি। কাজ চলাকালে দেখি বিদ্যালয়টির শহীদ মিনার বসিলা দিয়ে ভাঙছে এক বয়স্ক ব্যক্তি। পরে আমি পাশের দোকানে গিয়ে বললাম স্কুলের শহীদ মিনারটা একজন ভাঙতেছে। পরে পারুল আক্তার সহ কয়েকজন ব্যাক্তি এসে বাঁধা দিলে ওই বয়স্ক ব্যক্তি তার ছাতার ভিতর থেকে ছুরি বের করে মহিলাকে আঘাত করে। এসময় অনেক লোকজন একত্রিত হলে ওই ব্যক্তি পালিয়ে যায়।’ বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুমা বুলি বলেন,‘শহীদ মিনার ভাঙচুরের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান সহ পীরগঞ্জ থানা পুলিশ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন,‘শহীদ মিনার ভাঙচুরের বিষয়টি দুঃখজনক। এঘটনায় জড়িত ব্যক্তি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত