Saturday , 25 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ২২ দিনব্যাপী শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। (২৫ সেপ্টেম্বর -২০২১) শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরশহরের বীরগঞ্জ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ জহিরুল হক । প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন আরিফ ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন যুবক ও যুব মহিলা এ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম উপস্থিত প্রশিক্ষণরত যুবক ও যুব মহিলাদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, দেশরতœ শেখ হাসিনার তার সুযোগ্য নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। এক কথায় সব সূচকেই বাংলাদেশ এগিয়ে। আপনারা প্রশিক্ষণটি মনোযোগ দিয়ে গ্রহণ করলে আপনাদের পারিবারিক জীবনমান উন্নয়নসহ সর্বোপরি সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তিনি আরো বলেন, প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। সুতরাং আপনারা এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ভাগ্যেন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন। আপনারা এ প্রশিক্ষণ গ্রহণ করে বসে না থেকে যুবসমাজদের প্রশিক্ষণটি কাজে লাগাবেন বলে আমার বিশ্বাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা উদ্বোধন

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

রাণীশংকৈলে বিএম কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

বীরগঞ্জে দুই সতীনের পুকুরের বালু দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণ কাজ \এলাকাবাসীদের মানববন্ধন

রাণীশংকৈলে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রফিকুল সভাপতি, বাবুল সম্পাদক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিত ও সাধারণ সভা

জাগরণী আদর্শ শিক্ষালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও এসোসিয়েশন কর্তৃক বৃত্তি ও সনদপত্র প্রদান