Thursday , 30 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে আমরা কন্যাশিশু – প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ উপলক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আনোয়ার হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আবেদ আলী, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রতন ঘোষ পিযুষ। এসময় সাংবাদিক মো. সিদ্দিক হোসেন, মো. তোফাজ্জল হোসেন, কার্তিক ব্যানার্জী, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ, আব্দুর জলিল সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনার ২৫ জনের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার কন্যা শিশুদের এগিয়ে নেয়ার জন্য প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশে নারী শিক্ষার হার দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, আমাদের কন্যাশিশুরা বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনোমতেই মেনে নেয়া যায় না। আমরা জানি, বাল্যবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এর ফলে একজন শিশু আরেকজন অপুষ্ট শিশুকে জন্ম দেয়। এতে অপুষ্টির দুষ্টুচক্র তৈরি হয় এবং দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত। কিন্তু সন্তান মেয়ে হবে না ছেলে হবে তা নারীর উপর নির্ভর করে না। তা নির্ভর করে পুরুষের উপর। দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। কন্যা শিশুওরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’ আমি মনে করি, কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে। মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস সাংবাদিকদের জানান, প্রশিক্ষণের মাধ্যমে মিস শাবা রঙের বাড়ি নামক একটি ফেসবুক পেজ পণ্য বিপনণ করে স্বাবলম্বী হয়েছে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২২০ গ্রাম গাঁজা ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা

পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনা

হিলিতে কমেছে ডিমের দাম

​​​​​​​টেস্টে অধিনায়ক হলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

দিনাজপুরে “এসো হাসি হাঁটি সুস্থ থাকি সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় দলের আলোচিত নারী ফুটবলার সাগরিকা’র নিজ বাড়ি থেকে টাকা চুরি

দিনাজপুরে বাবা-মায়ের ঝগড়ার বলি ছেলে