Wednesday , 8 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সবধরনের প্রস্তুতি চলছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা উপযোগী করতে সারা দেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন, শ্রেণিকক্ষ ধোঁয়া- মোছাসহ সবধরনের প্রস্তুতি শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর -২০২১ বুধবার সরজমিন গিয়ে দেখা যায়,বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোলাপগঞ্জ প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। স্কুল খোলার ঘোষণার পর থেকেই বীরগঞ্জ উপজেলার ২৩১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭২ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪ টি মাদ্রাসা, ৭০ টিবেসরকারি প্রাথমিক বিদ্যালয় , ৬ টি কলেজ ও ৩৯ টি কেজি স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপশি শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভিতরও বাহিরের ঝোপঝাড় ও পরিচ্ছন্ন করা হচ্ছে। প্রতিটি ছাত্র -ছাত্রীদের জন্য ২টি করে মাস্ক বাধ্যাতামূলক ও প্রতিটি বিদ্যালয়ে জ্বর মাপার জন্য থ্যারমোমিটার রাখার ব্যবস্থা করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা বলেন, উপজেলার শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ স্যার প্রতিটি বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষা বিভাগ থেকে জানানো হলে বিদ্যালয়কে জীবাণুমুক্ত করে শিক্ষা উপযোগী করে রাখার ইতোমধ্যে আমরা সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তবে এরই মধ্যে স্কুলের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ডসেনিটাইজার,তাপমাত্রা মেশিন ও একটা আলাদা কক্ষ আইসোলোয়োশনের জন্য ঠিক করে রাখা হয়েছে । বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায় বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা উপযোগী করে প্রস্তুত রাখতে স্কুল প্রধানদের সবধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারা ঠিকমতো সরকারি আইন মানছে কি না তা নজরদারিও রাখা হয়েছে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত কিনা ও সে নির্দেশনা মতো পরিচালিত হবে কিনা সেদিকে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘুষের অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরের বদলি বাতিল, তদন্তে তিন সদস্যের কমিটি

বীরগঞ্জে চাঞ্চল্যকর বৃদ্ধা রেজিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার -৩

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রে-প্তার

বালিয়াডাঙ্গি উপজেলা বাসীকে সতর্ক বার্তা, জানিয়েছেন —- নির্বাহী অফিসার মোঃ যোবায়েল হোসেন

বিরামপুর ব্লাড ব্যাংক সদস্যদের দুই হাজারের বেশি রক্তদান ও ৩য বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা

কারখানা চালু ও মুজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চগড়ে জেমজুট কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

খানসামায় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দু’জন নিহত

বোদায় ভুট্রার বাম্পার ফলন, ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক!