Friday , 24 September 2021 | [bangla_date]

বীরগঞ্জ কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

বীরগঞ্জ কুলি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের ৮ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বীরগঞ্জ পৌরশহরে পুরাতন ডাক্তার খানার মাঠ সংলগ্ন এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে এবং প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম ও বীরগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাতের উপস্থিতে শুক্রবার সকালে থেকে বিকেল পর্যন্ত একটি করে ভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে মোঃ হামিদুল ইসলাম ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী জগদীশ চন্দ্র রায় ৯ ভোট, জিয়া ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দী আকতার আলী ৫ পান। কোষাধ্যক্ষ রশিদুল ১৭ ভোট পেয়ে বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্দী সাইফুল ৬ ভোট পান। এবং সহ-সভাপতি পদে আলতাফুর ও সহসাধারণ সম্পাদক পদে রবিলাল নির্বাচিত হন। মোট ভোটার সংখ্যা ২৩ ভোটার ভোটে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত