Thursday , 30 September 2021 | [bangla_date]

মরিচা ইউপি’র সফল চেয়ারম্যান হেলাল চৌধুরী আবারও দলীয় মনোনয়ন চান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সফল চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল দলীয় মনোনয়ন প্রত্যাশা করে ইউনিয়নের পাড়া-মহল্লা ও হাট-বাজারে নেতাকর্মীদের মতবিনিময়, উঠান বৈঠক সহ ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরছেন। পাশাপাশি ভোটারদের বাড়ি – বাড়ি ও পাড়া-মহল্লায় গিয়ে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়ে দিচ্ছেন যে আবারও দলীয় মনোনয়ন নিয়ে মরিচা ইউপি নির্বাচন করবেন। মরিচা ইউনিয়নের অব্যাহত উন্নয়ন ও সফল্য ধরে রাখতে সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মরিচা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, জনগণের সেবা করবার সুযোগ পেয়েছি। শুরুতে অনেক বাঁধা-বিপত্তি ছিলো। ইউনিয়নের জনগণই আমার শক্তি। অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করে আজ আমি এলাকার মানুষের হৃদয়ে জায়গায় করে নিতে সমর্থ হয়েছি। তাই মানুষের ভালোবাসা আমার একমাত্র পূঁজি। এরমধ্যে আমি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম ও স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এর সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতায় এবং অত্র ইউনিয়নের জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ণ ও অগ্রগতি, দারিদ্র ও নিম্নআয়ের পিছিয়ে পড়া পরিবারে পাশে সর্বপরি থাকা,বাল্যবিবাহ রোধ,মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং মাদকমুক্ত সমাজ গড়া,বিনির্মানে অক্লান্ত পরিশ্রম করেছি। সেইসাথে মরিচা ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা, মন্দির, গীর্জা, গোরস্থান, শ্মশান সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন,তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। ছাত্রজীবন থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতি করছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। যার স্বীকৃতি স্বরূপ দিনাজপুর -১ আসনের বারবারের নির্বাচিত সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুরের আন্তরিক সহযোগিতায় মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ব্যাপক জনসংযোগ, প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সচেতন ব্যক্তিসহ সর্বস্তরের জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

চাঁদাবাজি-জুলুম বন্ধে ন্যায়বিচারের অঙ্গীকার -ডা: শফিকুর রহমান

সাহসিকতা ও বীরত্বর্পূণ অবদানের জন্য বোদা থানার ওসি রাষ্ট্রপতির পিপিএম পদকে মনোনীত

প্রাথমিক শিক্ষক নিয়োগ শুন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দাবীতে দিনাজপুরে মানববন্ধন

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত