Tuesday , 21 September 2021 | [bangla_date]

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

 

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- কাহারোল উপজেলা পরিষদ হলরুমে আসন্ন সর্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।২১ সেপ্টেম্বর ২০২১ সোমবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন সর্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই। বাংলার হাজার বছরের ইতিহাস কে বিশ্লেষণ করলে দেখা যায় এ দেশ ছিল সব সময়ের জন্যই অসাম্প্রদায়িক চেতনার। যতবার সাম্প্রদায়িক সংঘাত হয়েছে ধর্ম নিয়ে হয়নি, হয়েছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু সাংবিধানিকভাবেই ধর্মনিরপেক্ষতার কথা বলেন না, তিনি ধর্মনিরপেক্ষতাকে ধারণ করেন। যার কারণে বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম নির্বিঘেœ নির্ভয়ে পালন করছেন। তিনি সকল পূজাম-পে নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং পূজার ঐতিহ্যকে বজায় রাখবার জন্য সকল অপসংস্কৃতিকে বর্জনের আহ্বান জানান।উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে উদ্ধার হল ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্রের লাশ

এসিড নিক্ষেপকারী স্বামীর শাস্তি দাবী করে দিনাজপুরে সংবাদ সম্মেলন

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

হরিপুরে নির্বাচনী অফিস ভাংচুর, আহত-৬

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

বিরলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয়  ধারালো অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

বিরলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত