Tuesday , 28 September 2021 | [bangla_date]

হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেককাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তাতী লীগের সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক মানিক সরকার।এছাড়াও উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত