মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক । বাংলাদেশের পুলিশ প্রশাসন মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) তাজুল ইসলাম।
আজ সোমবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে হরিপুর উপজেলা আইনশৃঙ্খলা সভায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এ উপজেলায় হয় মাদককারবারী থাকবে না হয় আমি থাকব।
এ সময় তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
উল্লেখ্য তিনি চলতি মাসের (২৩ সেপ্টেম্বর) হরিপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।















