Wednesday , 15 September 2021 | [bangla_date]

১৪০০ ডলফিন হত্যার রেকর্ড ফ্যারো দ্বীপপুঞ্জে

উত্তর আটলান্তিক মহাসাগরের দ্বীপপুঞ্জ ফ্যারো। ডেনমার্কের অধীন স্বশাসিত এ অঞ্চলে রোববার (১২ সেপ্টেম্বর) প্রায় এক হাজার চারশোর বেশি ডলফিন হত্যা করা হয়েছে।

গ্রিন্ডাড্র্যাপ নামে যে শিকার উৎসবে ডলফিনগুলো হত্যা করা হয়েছে, সেই উৎসবও প্রায় চারশো বছর ধরে চলে আসছে।

কিন্তু রোববার এত বেশি ডলফিন মারা হয়েছে যে, পরিবেশ বিজ্ঞানী, সমুদ্র ও তার জীবনচক্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা নির্বিচারে প্রাণীহত্যার নিন্দা করেছেন। তারা অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি তুলেছেন। এমনকি একসময় শিকার উৎসবে যুক্ত ছিল, এরকম একটি সংস্থার সাবেক চেয়ারম্যান জানিয়েছেন, এ বছর এত বেশি প্রাণীহত্যা করা হয়েছে যে তিনি নিজেকে উৎসব থেকে সরিয়ে নিয়েছেন।

পরিবেশ বিষয়ক সংস্থা সি শেফার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটা দীর্ঘ ভিডিও পোস্ট করে জানিয়েছে, শিকার উৎসবে এক হাজার ৪২৮টি ডলফিন মারা হয়েছে। এই ডলফিনগুলোর একপাশ সাদা। এর আগে কখনো এত ডলফিন হত্যা করা হয়নি।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ওশন কেয়ার বলেছে, শিকার উৎসবের নামে যেভাবে প্রাণী হত্যা করা হয়েছে তা মানা যায় না। সব সীমারেখা তারা পার করে গেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, ফ্যারো দ্বীপপুঞ্জের মানুষ প্রতিবছর এক হাজারের মতো সামুদ্রিক প্রাণী হত্যা করেন। গতবছর তারা ৩৫টি ডলফিন মেরেছিলেন। এই শিকারে অংশ নেন বহু মানুষ। বিভিন্ন গোষ্ঠী নৌকায় করে ডলফিন ও পাইলট তিমিকে তাড়িয়ে তীরের দিকে নিয়ে যায়। তারপর ছুরি দিয়ে প্রাণীটিকে মারা হয়। এ নিয়ে স্থানীয় আইনও রয়েছে।

অবশ্য প্রাণীর মাংস ও ব্লাডার স্থানীয় মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হয় সেখানে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

সেতাবগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক পিঠা উৎসব

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে অভিযোগ এমপিওভুক্ত ঘোষণার পর ৫ শিক্ষককে বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগে অর্ধ কোটির বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের

বোদা ও আটোয়ারীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি পঞ্চগড়ের বোদায় ১২টি এবং আটোয়ারীতে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও- ৩ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মতবিনিময়

দিনাজপুরে রাইস মিল সেক্টরে ধানের তুষের ছাইয়ের টেকসই ব্যবহার অন্বেষণে কর্মশালা

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল

পীরগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন