Saturday , 9 October 2021 | [bangla_date]

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে হঠাৎ করে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ছে বীরগঞ্জ পৌরবাসী। এতে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। প্রতিদিনই ঘটে চলছে চুরির ঘটনা। গত ৪ অক্টোবর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাচারিপাড়া মহিলা কলেজ এলাকার বাসিন্দা বিশিষ্ট ফল ব্যবসায়ী রামপ্রসাদ সাহার বাড়িতে অভিনব কায়দায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ওই দিন গভীরে রাতে অজ্ঞাত চোরেরা একপ্রকারের চেতনা নাশক ঔষধ স্প্রে করলে বাড়ীর সকল সদস্যরা অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগ বুঝে চোরেরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে রক্ষিত আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল সেট চুরি হয়। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত রামপ্রসাদ সাহা বীরগঞ্জ থানাকে লিখিতভাবে অবহিত করেন। কিন্তু প্রায় একসপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার হয়নি বলে জানা গেছে। অন্যদিকে পৌরচহরের ১নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার খোরশেদ এর বাড়ীতে দিনেদুপুরে চুরির ঘটনায় সর্বচ্চ হারিয়ে থানায় লিখতে অভিযোগ করে মালামাল উদ্ধার হয়নি। হয়। এর আগে গত ১৯ জুলাই বীরগঞ্জ পৌরসভার ূক্ষিণ সুজালপুর বাড়ীতে দিনাজপুর জেলা জজ আদালতের প্রধান সহকারী কৌশলী (জিপি) এ্যাড, মুহম্মদ নূরুল ইসলামের বাড়ীতে একইভাবে চেতনা নাশক ঔষধ স্প্রে করে নগদ টাকা,টিভি, ল্যাবটপ, মোবাইল, বাইসাইকেল চুরি হয়। বিষয়টি লিখিতভাবে থানায় অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার করতে পারেনি। শুধু তাই নয় বীরগঞ্জ পৌরশহরে চুরি ও ছিনতাই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। চুরি ও ছিনতাই হচ্ছে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান। বীরগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করে কোন সুরাহা না হওয়ায় গত ৩ অক্টোবর বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের পক্ষে স্থানীয় সাংসদ, পৌর মেয়রসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইতিপূর্বে বর্তমান পৌর মেয়রের বাড়ী থেকে মোটরসাইকেল চুরি হলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে। এ ধরণের অভিনব কায়দায় চুরি ও ছিনতাই হওয়ায় বীরগঞ্জ পৌরবাসী আতংক গ্রস্থ হয়ে পড়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান মুঠোফোনে বলেন,চুরি ও ছিনতাই রোধে চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে মোবাইল, মোটরসাইকেলসহ চুরিকৃত বেশ কিছু মালামালসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন,চুরি ও ছিনতাই ঘটনা কঠোরভাবে দমনের চেষ্টা করছি। চুরির ঘটনায় শনিবার কাচারীপাড়া রামপ্রসাদ সাহার বাড়িতে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

আটোয়ারীতে উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে দস্যুতা মামলায় ধৃত আসামি কে দুইদিনের রিমান্ড শেষে আদালতে সোর্পদ

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

রানীশংকৈলের সাইক্লিং খেলোয়াড় জুঁই এর সময়ের দাবী একটি ভালো সাইকেল ; আর্থিক সহায়তায় অংশ নিলেন মেয়র

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

দিনাজপুর বাকবিশিসের নেতৃবৃন্দের ১১ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার