Monday , 11 October 2021 | [bangla_date]

বীরগঞ্জে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের ঘনঘটা। প্রতিমায় দৃষ্টিনন্দন রঙ তুলির আঁকড়ে, সাজসজ্জা, গেট ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ। প্রতিমা মণ্ডপে তুলে পূজার আনুষ্ঠানিকতা বাকী। সোমবার দেবী দুর্গার ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় প্রতিটি পূজা মণ্ডপে। । এবার দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ৯টি পূজা মণ্ডপ সহ উপজেলার শিবরামপুর,পলাশবাড়ী, শতগ্রাম,পাল্টাপুর,সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর,ভোগনগর,সাতোর,মোহনপুর ও মরিচা ইউনিয়নসহ ১১টি ইউনিয়নে ১৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আর্থিক সংকটের কারণে তিনটি পাঠপূজা অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার পৌরশহরের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, দেবী দুর্গাকে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ভক্তরা। দুর্গার পাশাপাশি মণ্ডপগুলোতে সরস্বতী, লক্ষ্মী,কার্তিক, গণেশ, অসুর, সিংহ, হাঁস, প্যাঁচা ও সাপসহ বিভিন্ন ধরণের প্রতিমা প্রস্তুতি করা হয়। পূজা কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সকল প্রকার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। বীরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কলেপাড়া দুর্গা মণ্ডপে গিয়ে কথা হয় এ মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন ঘোষ পীযুষ এর সাথে তিনি জানান, আমার মন্দিরের রাস্তা -ঘাটের সমস্যা নিরসনের প্রয়োজন। গতবারের দুর্গাপূজার চেয়ে এবার করোনা প্রকোপ কিছুটা কম হওয়ায় ভক্তরা স্বাস্থ্য বিধি মেনে উৎসবে অংশগ্রহণ করেন। বীরগঞ্জ পৌরশহরের কেন্দ্রীয় মন্দিরে পরিহিত লক্ষ্মণ চক্রবর্তী বলেন, সনাতনী পঞ্জিকা মতে সোমবার সন্ধ্যা ৬.৫৩ মিনিট ২৪ সেকেন্ড হতে শেষ রাত ৪.৫৩ মিনিট ২১ সেকেন্ড পর্যন্ত দেবী দুর্গার ষষ্ঠী পূজার তিথি বিরাজমান দেবী দুর্গা আজ কৈশাশ ছেড়ে বাপের বাড়ি পা রাখবেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় বলেন,পূজা মণ্ডপে সকল ভক্তদের মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে প্রতিমা দর্শন,আঞ্জলি প্রদানের অনুরোধ জানান। সেই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব যাতে উদযাপন করা যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান জানান, প্রতিটি পূজা মণ্ডপেই ২৪ জন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। তারা সর্বোক্ষণিক পূজা মণ্ডপের দায়িত্বে নিয়োজিত থাকবে। সেই সাথে ওয়ার্ড বিট পুলিশিং এ নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, শারদীয় দুর্গাপূজার উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকলৈে সোনালী ব্যাংক শাখায় ‘মা ও শশিু র্কনাররে’ উদ্বোধন

রাণীশংকলৈে সোনালী ব্যাংক শাখায় ‘মা ও শশিু র্কনাররে’ উদ্বোধন

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ।।পীরগঞ্জে বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা বিষয়ে অলোচনা সভা

তিলকপুর রেল ষ্টেশনে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যূত ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সীমাহীন দুর্ভোগে যাত্রীরা

বোদায় সাতজন সাবেক কাউন্সিলর সহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে শীত বস্ত্র বতিরণ

সুস্থ দেহের জন্য খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের কোন বিকল্প নেই —– ইউএনও রকিবুল হাসান

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা