Wednesday , 20 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বৃৃষ্টিতে আধাপাকা ধানগাছ নুয়ে গেছে জমিতে

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

গত তিন দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত শত বিঘা জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় আমনচাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আগাম শীতকালীন সবজি ও আলুচাষিরা। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, থেমে থেমে বৃষ্টিপাত হলে ফসলের মাঠে পানি বেশি দিন জমে থাকতে পারবে না। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

গত সোমবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও জেলার শতাধিক হেক্টর জমির আমন ধান মাটিতে নুয়ে গেছে। ১০-১৫ দিনের মধ্যে এসব ধান কেটে ঘরে তুলতেন কৃষকেরা। এখন বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আধা-পাকা ধানের গাছ ও সবজিখেত পানিতে ডুবে আছে। অনেক কৃষক মাটিয়ে নুয়ে পড়া ধানগাছ গোছা বেঁধে দাঁড় করানোর চেষ্টা করছেন।

উপজেলার ধর্মগড় এলাকার কৃষক নুরুল হক জানান, আর মাত্র ১০-১৫ দিন পরই খেতের ধান পাকতে শুরু করবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টি ও দমকা হাওয়ায় ৭০-৮০ শতাংশ জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে।

লেহেম্বা এলাকার কৃষক আশিরউদ্দীন বলেন, কয়েক দিন পর নুয়ে যাওয়া ধানগাছে পোকার আক্রমণ শুরু হবে। পরে ধানের পরিবর্তে শুধু চিটা পাওয়া যাবে। এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

একই এলাকার কৃষক নুর হোসেন বলেন, ‘তিন বিঘা জমিতে আগাম ব্রি সুমন স্বর্ণা জাতের ধান লাগিয়েছি। মাঠে ধান পেকে গেছে। দু-এক দিন পর ঘরে তুলব। অসময়ের বৃষ্টিতে পাকা ধান নুয়ে পড়েছে। এতে ধান তুলতে পারলেও গুণগত মান নষ্ট হয়ে যাবে।’ সার ও কীটনাশকসহ বিঘাপ্রতি এবার খরচ হয়েছে ২০-২২ হাজার টাকা। এখন লোকসান হবে ৮-১০ হাজার টাকার মতো।

রাতোর এলাকার কুদ্দুস আলী বলেন, ‘১০ কাঠা জমিতে আমন চাষ করেছি। এখন আমনখেত পানিতে তলিয়ে আছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে সব ধান পচে যাবে।’

কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। এ নিয়ে কাজ চলছে। তবে পাকা ধানের তেমন ক্ষতি হবে না। বৃষ্টি কমলে কৃষকেরা ফসল কেটে ঘরে তুলতে পারবেন। অন্যদিকে যেসব জমির ধানে সবেমাত্র শিষ এসেছে বা বের হয়নি, ওই জমির ধানের কিছুটা ক্ষতি হতে পারে। পাশাপাশি আলুখেতে পানি জমে থাকায় চাষিরা কিছুটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারেন। উপজেলায় এবার ২১ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় কিশোর আহত, গবাদিপশুর মৃত্যু

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

পঞ্চগড়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

ঘোড়াঘাটে গনমাধ্যম কর্মীদের নিয়ে মত বিনিময় সভা

পঞ্চগড়ে চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করলেন এক চা চাষি

বীরগঞ্জ পল্লীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা